Wednesday, April 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদইপিজেড এলাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন চালু ও নিয়ন্ত্রক নিয়োগ কর

ইপিজেড এলাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন চালু ও নিয়ন্ত্রক নিয়োগ কর

epz_ctg_16122016

ইপিজেড এলাকায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন চালু ও নিয়ন্ত্রক নিয়োগ করে ফুট অনুযায়ী বাসা ভাড়া নির্ধারণ, মালিকের স্বেচ্ছাচারিতা ও ভাড়াটিয়া হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন বন্দর শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর, বিকাল ৪টায় বন্দরটিলায় এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের বন্দর শাখার সংগঠক পপি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক শ্রমিকনেতা অপুদাশগুপ্ত, বন্দর শাখার শ্রমিক নেতা রফিকুল হাসান, জাহিদুন্নবী কনক এবং সভা পরিচালনা করেন  মোঃ সাগর।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯১ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আইন প্রণীত হলেও এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। নিয়ন্ত্রক নিয়োগ করার কোন উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। ফলে  চলছে বাড়ির মালিকের স্বেচ্ছাচারিতা, ইচ্ছেমত ভাড়া নির্ধারণ ও ভাড়াটিয়া হয়রানি। আইনে উল্লেখ আছে – একটি বাসার বাৎসরিক ভাড়া নির্ধারিত হবে ঐ বাসার বর্তমান বাজার মূল্যের ১৫ শতাংশ। অর্থাৎ ফুট অনুযায়ী। আইনে আরো উল্লেখ আছে যে, ভাড়াটিয়াকে নতুন কিছু নির্মাণ করে দেওয়া ছাড়া ভাড়া বাড়ানো যাবে না এবং তাতে নিয়ন্ত্রক ও ভাড়াটিয়ার সম্মতি লাগবে। প্রতিমাসে ভাড়াটিয়াকে ভাড়ার রশিদ প্রদান করতে হবে। কিন্তু আইনের সকল ধারা লংঘন করে প্রতি বছর ভাড়া বাড়ছে, বাড়ছে ভাড়াটিয়ার উপর নানা রকম হয়রানি। বক্তারা অবিলম্বে ইপিজেড এলাকায় বাড়িভাড়া আইন চালু ও নিয়ন্ত্রক নিয়োগ করে ভাড়াটিয়ার অধিকার সুরক্ষার দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments