Thursday, April 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদজিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া

w460

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রদান করেছেন। বিবৃতিতে বলা হয়, “স্বৈরতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত শাসন চালিয়ে অনির্বাচিত আওয়ামী লীগ সরকার যখন রাজনৈতিক প্রতিপক্ষের দুর্নীতির বিচারে অতি তৎপর হয়, তখন স্বাভাবিকভাবেই এর উদ্দেশ্য সম্পর্কে জনমনে সন্দেহ জাগে। সাম্প্রতিককালে বিচারবিভাগের ওপর সরকারি নিয়ন্ত্রণ যেভাবে পাকাপোক্ত করা হয়েছে তাতে সে সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। ৫ জানুয়ারি ২০১৪-এর মত আরেকটি প্রতিদ্বন্দ্বিতাহীন প্রহসনের নির্বাচন করতে সরকারের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে এই রায় ব্যবহৃত হবে তা মনে করার যথেষ্ট কারণ আছে।”

বিবৃতিতে আরো বলা হয়, “বিএনপি আমলসহ প্রত্যেকটি সরকারের সময়েই শীর্ষ মহলের সংশ্লিষ্টতায় দুর্নীতি ও লুটপাট হয়েছে – এ কথা মানুষ অভিজ্ঞতা থেকেই জানে। আওয়ামী লীগ সরকারের গত ৯ বছরের শাসনামলে দলীয় লোকদের সংশ্লিষ্টতায় ব্যাংক-শেয়ারবাজার লুট, অর্থ পাচার, বিদ্যুৎ খাতসহ বড় বড় উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। এসম্পর্কে ওঠা অভিযোগগুলোর কোনটিরই সুষ্ঠু তদন্ত-বিচার-শাস্তি হয়নি, বরং অপরাধীদের প্রশ্রয় দেয়া হয়েছে। সরকারের সহযোগী হওয়ায় মহা দুর্নীতিবাজ এরশাদের মামলাগুলোরও কোন অগ্রগতি নেই। ফলে, দুর্নীতিবাজদের বিচারে সরকার আন্তরিক – এ কথা মনে করার কোন কারণ নেই। তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার নামে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার করে খালেদা জিয়ার মামলা চালানোর ঘটনাতেই সরকারের রাজনৈতিক উদ্দেশ্য ও নৈতিক অবস্থান পরিস্কার হয়ে যায়।”

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বলেন, “বর্তমান যুগে বুর্জোয়া ব্যবস্থা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। শাসকগোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে, দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অবসান প্রকৃতপক্ষে এরা কেউই চায় না। ফলে আজ একদিকে দুর্নীতিবাজ বুর্জোয়া দলগুলোকে প্রত্যাখ্যান করা দরকার, অন্যদিকে বিরোধী শক্তিকে নির্মূল করে দমনমূলক ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

RELATED ARTICLES

আরও

Recent Comments