Friday, April 19, 2024
Homeছাত্র ফ্রন্টনারী লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নারী লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

JU_190415

নববর্ষে ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ১৯ এপ্রিল ২০১৫ বেলা সাড়ে ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহরাব আজাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার সরকার, অর্থ সম্পাদক তিথী চক্রবর্ত্তী প্রমূখ।

সমাবেশে বক্তরা বলেন, ১লা বৈশাখ একটি সর্বজনীন উৎসব. এই উৎসব সকলে মিলে যখন উপভোগ করছে তখন সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোরওয়ার্দী গেটে একদল দুবৃত্ত প্রায় ১০-১২ জন নারীর শ্লীলতাহানি করেছে। একটি বিশ্ববিদ্যালয়ে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা থাকার পরও কি করে এই ঘটনা ঘটল। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাসে ছাত্রলীগ কর্তৃক ছাত্রী লাঞ্চনার শিকার হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ভূমিকা ছিল নির্বিকার। ক্ষমতাসীনদের আশ্রয়ে ছাত্রলীগের দৌড়াত্ব বেড়ে চলেছে। পুলিশ প্রশাসানের নির্বিকার ভূমিকা আর ক্ষমতাসীনদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে এই দুর্বৃত্তদের দাপট চরম মাত্রায় পৌঁছেছে। নেতৃবৃন্দ, অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনাকারীদের দুর্বৃত্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments