Friday, April 19, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদবিদেশী নাগরিকদের হত্যাকান্ডে বাম মোর্চার গভীর উদ্বেগ ও নিন্দা

বিদেশী নাগরিকদের হত্যাকান্ডে বাম মোর্চার গভীর উদ্বেগ ও নিন্দা

বাংলাদেশে বিদেশী নাগরিকদের ধারাবাহিক হত্যাকান্ডে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগে অচিরেই নেতিবাচক প্রভাব পড়বে

সুন্দরগঞ্জের বেপরোয়া এমপিকে অবিলম্বে গ্রেফতার করুন

downloadগণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও মোর্চার কেন্দ্রীয় নেতা মুবিনুল হায়দার চৌধুরী, সিদ্দিকুর রহমান, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, জোনায়েদ সাকি, ইয়াসিন মিয়া ও হামিদুল হক আজ এক যুক্ত বিবৃতিতে পরপর বিদেশী নাগরিকদের হত্যাকান্ডে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন এবং অনতিবিলম্বে হত্যাকান্ডের সঙ্গে যুক্ত সকল ঘাতক চক্রকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা বলেন এই ধরনের হত্যাকান্ড চলতে থাকলে দেশ কেবল ভাবমূর্তির সংকটে পড়বে না, দেশের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগে অচিরেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে। নেতৃবৃন্দ এসব ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা নেবার চেষ্টা না করে প্রকৃত খুনীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, সরকারের মন্ত্রীরা কেউ বলছেন বাংলাদেশে জঙ্গী নাই; আবার কেউ বলছেন জঙ্গী আছে। মন্ত্রীদের এসব পরস্পর বিরোধী অবস্থানে দেশের মানুষ বিরাট বিভ্রান্তির মধ্যে পড়েছে। নেতৃবৃন্দ জঙ্গী ইস্যুকে রাজনৈতিক কৌশল হিসাবে না নিয়ে এর বিরুদ্ধে মতাদর্শীক ও রাজনৈতিক সংগ্রামও জোরদারের আহ্বান জানান।
একই সাথে নেতৃবৃন্দ গাইবান্ধার সুন্দরগঞ্জের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলামকে অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। তারা বলেন বেপরোয়া এম.পি মদ্যপ অবস্থায় গুলি চালিয়ে যেভাবে এক শিশুকে আহত করেছেন তা কোন সাধারণ ঘটনা নয়। তারা বলেন, কেবল সুন্দরগঞ্জের এম.পি নয়, সারা দেশে সরকার দলীয় সংসদদের এক বড় অংশ তাদের আধিপত্য, মাস্তানি ও অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতে যা খুশী তাই করছে। তাদের অত্যাচারে এলাকার অনেক মানুষ দিশেহারা, ভয় ও আতংকে তাদের সম্পর্কে কেউ মুখ খুলতেও সাহস করে না। নেতৃবৃন্দ বলেন এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে না পারলে অস্থির এসব এমপি ও সরকারকে গণপ্রতিরোধের সম্মুখীন হতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এই ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।
RELATED ARTICLES

আরও

Recent Comments