Friday, March 29, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদবিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে শাহবাগ-লালবাগ-মোহাম্মদপুরে বিক্ষোভ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে শাহবাগ-লালবাগ-মোহাম্মদপুরে বিক্ষোভ

Mohammedpur 21 03 14 
 বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ২১ মার্চ বিকালে ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী মহাজোট এ পর্যন্ত ৭ বার বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে সেটা জনগণের স্বার্থের কথা ভেবে নয়, বিদ্যুত-ব্যবসায়ীদের মুনাফা নিশ্চিত করতেই রেন্টাল-কুইকরেন্টালের নামে এই ডাকাতি চলছে। এই লুটেরাদের পকেট ভারী করতে জনগণের পকেট কাটার দায়িত্ব নিয়েছে সরকার নিজে, একই সাথে রেন্টাল-কুইকরেন্টালকে আইন করে বিচারের আওতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মানুষের ক্ষোভ যাতে প্রকাশিত হতে না পারে সেজন্য টুয়েন্টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনের নামে হিন্দি গান আর নাচের জলসা বসানো হয়েছে। এ ধরনের নগ্ন-নির্লজ্জ লুটপাটকারী নীতি শুধু আওয়ামী লীগ একা অনুসরণ করছে তা নয়, বিগত বিএনপি-জামাতও একই নীতি অনুসরণ করেছে। এখন সময় এসেছে সরকার ও শাসকগোষ্ঠীর বিরুদ্ধে জনগণের সমস্ত অংশের মানুষের প্রতিরোধ গড়ে তোলার। বিদ্যুত গ্রাহক সমিতি তৈরি করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঢাকা সহ সারাদেশের মানুষের প্রতিরোধ গড়ে তোলা। বাসদ শাহবাগ ও লালবাগ থানার যৌথ উদ্যোগে এ দিন সাড়ে ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিড়্গোভ সমাবেশ ও মিছিল শুরু হয়। মিছিলটি কাঁটাবন, এলিফেন্ট রোড, নীলক্ষেত হয়ে নিউমার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পথে বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

বাসদ মোহাম্মদপুর ও আগারগাঁও থানা শাখার উদ্যোগে আজ বিকাল সাড়ে ৪টায় মোহাম্মদপুর টাউনহলের সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, কৃষিমার্কেট, লিংকরোড প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করে। পথে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এসব মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন নগর বাসদ নেতা ফখ্‌রুদ্দিন কবির আতিক, সাইফুজ্জামান সাকন, বেলাল চৌধুরী, মর্জিনা খাতুন, মলয় সরকার, নাঈমা খালেদ মনিকা, শরীফুল চৌধুরী, রাশেদ শাহরিয়ার প্রমুখ

RELATED ARTICLES

আরও

Recent Comments