Tuesday, April 16, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদসাটর্িফিকেট মামলা প্রত্যাহারের দাবীতে গাইবান্ধায় ব্যাংক ঘেরাও

সাটর্িফিকেট মামলা প্রত্যাহারের দাবীতে গাইবান্ধায় ব্যাংক ঘেরাও

DSC07443 copy

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে ১২ জুলাই রবিবার দুপুর ১২টায়  ১০ হাজার টাকা পর্যন্তকৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার সহ সহজ শর্তে স্বল্প সুদে কৃষক ক্ষেতমজুরদের জন্য ব্যাংক ঋণ চালুর দাবীতে দারিয়াপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কার্যালয়ে ঘেরাও করা হয়। ঘেরাও চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ (মার্কসবাদী) আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, কৃষকনেতা জাহেদুল হক, মোজাহেদুল ইসলাম রানু, মাহবুবুর রহমান খোকা প্রমুখ।

বক্তাগন বলেন, গত কয়েক বছর যাবত কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। দুবেলা ডাল ভাত খেয়ে বেচে থাকা যখন কঠিন হয়ে পড়েছে, ঠিক সেই সময় ব্যাংক থেকে টাকা আদায়ের জন্য দায়ের করা হচ্ছে সাটর্িফিকেট মামলা। ব্যাংক বড় বড় ঋণ খেলাপীদের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারছে না। এ জন্য সরকার বাজেটে ব্যাংকের ঘাটতি পুরনর জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। শীর্ষ লুটেরা ঋণ খেলাপীদর যে কোন একজনের টাকা উদ্ধার করলে সারাদেশের চাষীদের ঋণ মওকুফ করে দেওয়া সম্ভব। কিন্তু তা হবে না, কারণ সরকার ঐ লুটেরা গোষ্ঠীর স্বার্থ রক্ষাকারী। সহজশর্তে স্বল্পসুদে কৃষক ক্ষেতমজুরদের জন্য ব্যাংক ঋণ চালুর দাবী দীর্ঘদিনের কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ফলে মহাজনী সুদী কারবার ও এনজিও সুদী কারবারীদের ঋণ জালে আটকা পড়ছে কৃষক ক্ষেতমুজুররা। এ অবস্থা থেকে বাঁচতে হলে আন্দোলন সংগ্রামের কোন বিকল্প নই। নেতৃবৃন্দ বলেন বুর্জোয়া রাজনৈতিক দলগুলো জনগনের এসব সমস্যা নিয়ে ভাবে না। কারন তারা এই জনগনের রাজনীতি করে না। ফলে আগামী দিনে সাঠিক বামপন্থী বিপ্লবী রাজনৈতিক শক্তির নেতৃত্বে গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগনের প্রতি আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments