Wednesday, April 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদসাম্প্রদায়িক বর্বরতার প্রতিবাদে মিরসরাইয়ে বাসদসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন

সাম্প্রদায়িক বর্বরতার প্রতিবাদে মিরসরাইয়ে বাসদসহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন

মিরসরাই মানববন্ধনসারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও বর্বরতার প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবীতে মিরসরাইয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মঙ্গলবার ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর এলাকায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাম্প্রদায়িকতা বিরোধী নাগরিক সমাজ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই শাখার সভাপতি ডা. জামশেদ আলম, সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, বাসদ মিরসরাই শাখার আহ্বায়ক আব্দুস সালাম, কমিউনিস্ট পার্টি মিরসরাই শাখার সভাপতি ফরিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মিরসরাই শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষক সুভাষ সরকার, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার আবুল হাশেম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিরসরাই শাখার সাধারণ সম্পাদক নুপুর ধর, মিরসরাই জগদীশ্বরী কালী বাড়ি কমিটির সভাপতি সুদর্শন রায়, সাংবাদিক শারফুদ্দীন কাশ্মীর, সাংবাদিক শাহাদাত হোসেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মিরসরাই উপজেলা শাখার সংগঠক ইউনুছ মিয়া শামীম প্রমুখ।

বক্তারা হামলায় অপরাধী যেই হোক না কেন সবাইকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানান। তার সাথে ইতোপূর্বে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলাকারীদের বিচার না হওয়ায় শঙ্কা প্রকাশ করে বক্তারা বলেন- রামু, সাঁথিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হিন্দু ও বৌদ্ধদের উপর হামলাকারীদের বিচার এখনো হয়নি। পূর্বে সংঘটিত এবং বর্তমানে চলমান এ হামলার ঘটনাগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানান মানববন্ধনকারীরা।

RELATED ARTICLES

আরও

Recent Comments