Wednesday, April 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি সংবাদসিলেটে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বর্ষবরণ

সিলেটে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বর্ষবরণ

DSC00675 copy

চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিশু কিশোর মেলা – সিলেট জেলার উদ্যোগে বর্ষবরণ ১৪২১ উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে শুরু হয় আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব এবং পরিচালনা করেন শিশু কিশোর মেলা সিলেট জেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদ। এতে বক্তব্য রাখেন বি.এম.এ সিলেট জেলার প্রাক্তন সম্পাদক ডা. মোঃ ময়নুল ইসলাম, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য কমরেড মানস নন্দী, সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জল রায় প্রমূখ। আলোচনা সভা শেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র পরিবেশন করে সাংস্কৃতিক অনুষ্ঠান । পরে বেলা ১১টায় বর্নাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা  বলেন, ১লা বৈশাখ শুধু আনুষ্ঠানিকতা নয়, এর সাথে আন্দোলন সংগ্রামও যুক্ত হয়ে আছে, আইয়ুবের এবং এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ১লা বৈশাখ ভূমিকা রেখেছে। কিন্তু বর্তমানে কর্পোরেট সংস্কৃতির আগ্রাসন একে সাধারণ মানুষের কাছ থেকে সরিয়ে নিয়ে আনুষ্ঠানিকতায় পর্যবসিত করেছে, সাথে সাথে এক ধরণের তমসাচ্ছন্ন সাংস্কৃতিক পরিবেশও তৈরি করছে। ফলে বছর জুড়ে অপসংস্কৃতি-উন্মাদনার যে জোয়ার তা ১লা বৈশাখকেও গ্রাস করেছে, বক্তারা যুব সমাজকে এই অপসংস্কৃতি থেকে বের হয়ে সুস্থ সংস্কৃতির চর্চায় উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments