Thursday, December 5, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদশিশু কিশোর মেলা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে রবীন্দ্রনাথ বিষয়ক কর্মশালা

শিশু কিশোর মেলা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে রবীন্দ্রনাথ বিষয়ক কর্মশালা

শিশু কিশোর মেলা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র-এর যৌথ আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ক এক কর্মশালা সকাল দশটায় চেরাগী পাহাড়স্থ কদম মোবারক স্কুলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় রবীন্দ্রনাথের জীবন-কর্মের উপর আলোচনা ও গানের উপর কর্মশালা পরিচালনা করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, কবিতার উপর কর্মশালা পরিচালনা করেন শাহীন মঞ্জুর এবং রবীন্দ্রনাথের জীবনের উপর প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন মেজবাহ্‌ উদ্দিন। পুরো কর্মশালা সঞ্চালনা করেন শিশু কিশোর মেলার চট্টগ্রাম জেলার সংগঠক মাহফুজা খাতুন মলি।

কর্মশালা পরিচালনা করেন চারণ ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা
কর্মশালা পরিচালনা করেন চারণ ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা

রবীন্দ্রনাথের উপর আলোচনায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথের বিকাশের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তৎকালীন রাজনৈতিক-সামাজিক পরিবেশ। এর পাশাপাশি ব্যক্তি রবীন্দ্রনাথের পারিবারিক পরিবেশ এবং তাঁর নিজস্ব সংগ্রাম-সাধনাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রবীন্দ্রনাথ ধনী পরিবারে জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকে সাধারণ জীবনযাপন করেছেন। একেবারে ছোটবেলা কেটেছে বাড়িতে যারা নানা রকম কাজকর্ম করতেন, শ্রমজীবী মানুষ, তাদের সান্নিধ্যে। বাড়ির আশেপাশে ছিল নানা রকমের বাগান। বাড়িতে অনেক লোকজন আসতেন। ফলে অসংখ্য মানুষের সাথে মিশে তাঁর মানবিক বোধ ক্রমাগত বিকশিত হতে থাকে। ঠাকুরবাড়ির বিচিত্র ও সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথ বেড়ে ওঠেন। বঙ্গভঙ্গ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রবীন্দ্রনাথ মাঠে নেমেছেন। গান, কবিতা, উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ ছাড়াও লিখেছেন মানবতা, সভ্যতা, শিক্ষার সংকট নিয়ে। বক্তারা আরও বলেন, আমরা আজ পোশাকে-আশাকে-আচার-ব্যবহারে দৃশ্যত আধুনিকতার চর্চা করছি কিন্তু চিন্তায়-মননে-কর্মে আধুনিক হতে পারছিনা। ফলে রবীন্দ্রনাথের জীবনের নানাদিক থেকে শিক্ষা নিয়ে আজকের দিনের সকল অসংগতির বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে।

RELATED ARTICLES

আরও

Recent Comments