Tuesday, December 24, 2024
Homeসাম্যবাদঅগণতান্ত্রিক সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বাম মোর্চার নেতৃবৃন্দ

অগণতান্ত্রিক সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বাম মোর্চার নেতৃবৃন্দ

সরকার ফ্যাসিবাদী কায়দায় ভিন্নমত দলন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়

গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ সরকারের সম্প্রচার নীতিমালা নিয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, সরকার মূলত গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার হীন উদ্দেশ্যেই এধরণের নীতিমালা প্রণয়ন করেছে। অগণতান্ত্রিক ও নিবর্তনমূলক সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বাম মোর্চার উদ্যোগে ১৮ আগস্ট বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন। সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ জোনায়েদ সাকী, অধ্যাপক আবদুস সাত্তার, মানস নন্দী, শহিদুল আলম সবুজ, মহিনউদ্দিন লিটন প্রমুখ। সমাবেশের পর বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশে মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। এই অধিকার ক্ষুন্ন করার ক্ষমতা কোনো নির্বাচিত সরকারেরও নেই। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ভোটার-প্রার্থী ও ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় বসে সেই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা যেসব নানামুখী অপতৎপরতায় লিপ্ত আছে, সম্প্রচার নীতিমালা তারই একটি প্রতিফলন। দেশের গণমাধ্যমগুলো ধনিকশ্রেণীর মালিকানাধীন হওয়া সত্ত্বেও যতটুকু তথ্য ও খবর জনসমক্ষে প্রকাশ করছে তাতেই সরকারের আসল চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়ে পড়েছে। নৈতিক ভিত্তিহীন এবং বিরোধী দল-বিহীন বর্তমান সরকার তার সামনে বিন্দুমাত্র কোনো বাধা রাখতে রাজি নয়। এই লক্ষ্যে সরকার বিচারবিভাগ ও গণমাধ্যমকেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে উদ্যত হয়েছে। নেতৃবৃন্দ এই অগণতান্ত্রিক নিবর্তনমূলক সম্প্রচার নীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য গণতন্ত্রমনা মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments