Saturday, December 21, 2024
Homeবিশেষ নিবন্ধঅনুশীলন : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মুখপত্র

অনুশীলন : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মুখপত্র

10152606_10152290788694004_364285378_nসম্পাদকীয়

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্খা পদদলিত করে বাংলাদেশ রাষ্ট্রে কায়েম হয়েছে একটি শোষণ ও বৈষম্যমূলক পুঁজিবাদী ব্যবস্থা। এই ব্যবস্থায় শিক্ষা, স্বাস্থ্যসহ সমস্ত কিছুই শাসকগোষ্ঠীর মুনাফা লোটার ক্ষেত্র। এর ফলাফলে একদিকে মুষ্ঠিমেয় মানুষের হাতে সম্পদের পাহাড় জমেছে, অন্যদিকে কোটি কোটি মানুষ হয়েছে নিরন্ন, অসহায়। মানুষের এই কান্নাকে ধারণ করে একটি শোষণহীন রাষ্ট্র ব্যবস্থার  পরিপূরক ছাত্র আন্দোলন গড়ে তোলার অভিপ্রায়ে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আত্মপ্রকাশ করে। তদানীন্তনকালে স্বৈরাচারী এরশাদ কুখ্যাত মজিদ খানের শিক্ষানীতির মাধ্যমে শিক্ষার সংকোচন ও সাম্প্রদায়িকীকরণের চক্রান্ত করেছিল। প্রতিবাদে ফেটে পড়েছিল এদেশের ছাত্র সমাজ; প্রাণ দিয়েছিল জাফর, জয়নালসহ অসংখ্য তাজা প্রাণ। শিক্ষা ও গণতন্ত্রের দাবিতে আন্দোলনের সেই অগ্নিগর্ভ সময়ে আমাদের সংগঠন মার্কসবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে শিক্ষার সংকটকে বিশ্লেষণ করে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, একইপদ্ধতির, গণতান্ত্রিক শিক্ষানীতির জন্য সংগ্রামের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাকালীন অঙ্গীকার আমরা আজও ভুলিনি। এদেশের মাটিতে একটি আদর্শবাদী, বিপ্লবী ও লড়াকু ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সেই আকাক্সক্ষা নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মুখপত্র নতুন আঙ্গিকে ‘অনুশীলন’ নামে প্রকাশিত হল। একে সমৃদ্ধ করতে আপনাদের যেকোন মতামত, সমালোচনা ও মূল্যায়ন সাদরে গৃহীত হবে।

সাইফুজ্জামান সাকন (সভাপতি)

স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু (সাধারণ সম্পাদক)

সূচিপত্র

০১। শিক্ষা-সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি-শিবদাস ঘোষ
০২। রাবিতে নাইটশিফট শিক্ষাবিস্তারের জন্য নয় (অবকাঠামো ব্যবহার করে) ব্যবসার জন্য
০৩। সান্ধ্যকালীন কোর্স শিক্ষার বিস্তার নয়, বাণিজ্যিকীকরণকে ত্বরান্বিত করবে
০৪। উচ্চশিক্ষা কমিশন : বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন হরণের নয়া কৌশল
০৫। টিকফা : সাম্রাজ্যবাদীদের নখরে ক্ষতবিক্ষত মানুষের অধিকার
০৬। ১৪ ফেব্রুয়ারি : ভালোবাসা দিবসের ধূম্রজালে ম্লান হবে না স্বৈরাচারবিরোধী ছাত্র অধিকারের চেতনা
০৭। ইডেন কলেজের আন্দোলন : ঐতিহ্যবাহী  কলেজসমূহকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এখন সময়ের দাবি
০৮। সরকারি বাগাড়ম্বর বনাম মাধ্যমিক শিক্ষার বেহাল দশা : বাণিজ্যিকীকরণের অক্টোপাসে আক্রান্ত স্কুল শিক্ষা
০৯। শরৎচন্দ্র : সামাজিক অসংগতির বিরুদ্ধে লড়াইয়ে অনিঃশেষ প্রেরণার নাম
১০। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ ডঃ শামসুজ্জোহা
১১। পোস্টার : জহির রায়হান
১২। আন্দোলন সংবাদ
১৩। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র আন্দোলন সম্পর্কে সাবেক ছাত্র নেতাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে

 

RELATED ARTICLES

আরও

Recent Comments