Tuesday, January 21, 2025
Homeফিচারঅবিলম্বে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন

অবিলম্বে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আজ এক বিবৃতিতে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, “ওয়াসা বছর না যেতেই আবারও পানির দাম শতকরা ২৫ ভাগ বাড়িয়েছে। প্রতি হাজার লিটার পানির দাম আগে ছিল ১১ টাকা ৫৭ পয়সা, এখন তা বেড়ে দাঁড়াবে ১৪ টাকা ৪৬ পয়সা। করোনার এই দুর্যোগকালীন সময়ে মানুষের জীবনে যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে নাভিশ্বাস উঠছে, তখন এই মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাড়ার ঘা’ স্বরূপ। ওয়াসার সরবরাহকৃত পানি সবক্ষেত্রে নিরাপদ নয়। সেবার মান না বাড়িয়ে বছর বছর দাম বাড়ানো হয়। বিগত ১২ বছরে ১৪ বার দাম বৃদ্ধি করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে পানির মূল্য শতকরা ৫ ভাগ বাড়ানো হয়েছিল। ওয়াসা আইনে বছরে অনধিক মূল্য শতকরা ৫ ভাগ বাড়ানোর বিধান থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে। ফলে এ মূল্যবৃদ্ধি বেআইনী ও অযৌক্তিক।”
তিনি আরও বলেন, “জনগণকে জীবনধারণের অত্যন্ত প্রয়োজনীয় এ পরিষেবা থেকে বঞ্চিত করে সরকার এডিবি’সহ (ADB) তথাকথিত সাম্রাজ্যবাদী দাতা সংস্থাসমূহের পরামর্শে এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের সুদূরপ্রসারী চক্রান্ত ছাড়া কিছু নয়।”
তিনি অবিলম্বে  ওয়াসার পানির মূল্যবৃদ্ধির এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
RELATED ARTICLES

আরও

Recent Comments