Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদঅভিজিৎ রায়ের হত্যাকারীদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মিছিল

অভিজিৎ রায়ের হত্যাকারীদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মিছিল

201503011425 copy

রাফিদা আহমেদ বন্যার উপর হামলা ও অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে খাগড়াছড়িতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) জেলা শাখা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে এসে আবার শাপলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে পথ সভা হয়। পথ সভায় বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সদস্য নাজির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা শাখার সদস্য সচিব শাহাদাত হোসেন ও কবির হোসেন।

বক্তারা বলেন অতিদ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের প্রত্যেক নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চয়তার দাবী জানানো হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments