Tuesday, December 24, 2024
Homeছাত্র ফ্রন্টঅভিজিৎ রায়ের বর্বর হত্যাকান্ডের বিচারের দাবিতে বুয়েটে মানব বন্ধন

অভিজিৎ রায়ের বর্বর হত্যাকান্ডের বিচারের দাবিতে বুয়েটে মানব বন্ধন

BUET

অভিজিৎ রায়ের বর্বর হত্যাকান্ডের বিচারের দাবিতে বুয়েটের সাধারন শিক্ষার্থীরা ১ মার্চ দুপুর ১ টা থেকে ২টা বুয়েট শহীদ মিনারে মানব বন্ধন ও মৌন মিছিল করে। উক্ত মানব বন্ধনে DSW দেলোয়ার হোসেনও উপস্থিত ছিলেন। মানব বন্ধনে বুয়েট শিক্ষার্থী শুভ সাহা ও সাবেক শিক্ষার্থী মিসকাত আল আলভীও বক্তব্য রাখেন।

বক্তারা এই বর্বরোচিত হত্যাকান্ডের যথাযথ বিচার দাবি করে বলেন, “অভিজিৎ রায় বুয়েটেরই একজন সাবেক শিক্ষার্থী। তবে একজন প্রগতিশীল লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত। অভিজিৎ রায় ধর্মান্ধতা ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ,বিজ্ঞানমনস্কতা ও যুক্তিবাদের প্রসারের জন্যে বিরামহীনভাবে লড়াই করে গেছেন। তার এই নৃশংস হত্যাকান্ড প্রগতিশীল ও মুক্তিবুদ্ধির চর্চার ক্ষেত্রেই একটি বড় আঘাত”

RELATED ARTICLES

আরও

Recent Comments