ভারতের আন্তঃ নদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রক্ষপুত্র নদের পানি প্রত্যাহারে সীদ্ধান্ত বাতিলের দাবিতে ২ আগষ্ট ২০১৫ বিকাল ৫টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলা সমন্বয়ক কমরেড রেজাউল ইসলাম সবুজ, সদস্য সুকুমার রায় সৌরভ, সমাবেশ পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) জেলা কমটির সদস্য এ এস.এম মনিরুজ্জামান।
বক্তারা বলেন ভারতের সাম্রাজ্যবাদী সরকার ভারতীয় পুঁজিপতি গোষ্ঠীর স্বার্থে একের পর এক প্রকল্প হাতে নিয়ে প্রাণ, প্রকৃতি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধন করছে। যার অংশ হিসেবে গঙ্গা ব্রহ্মপুত্র এর পানি প্রবাহের উপর ভারতীয় পুঁজিপতি গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ৩৪টি খাল খনন করে ব্রক্ষপুত্র নদের পানির প্রবাহ পরিবর্তন করতে চাইছে। যার পরিণতিতে ব্রক্ষপুত্র নদের অববাহিকায় অবস্থিত বাংলাদেশ ও ভারতের জনগণে জীবন যাপন অসম্ভব হয়ে পড়বে। কিন্তু বাংলাদেশের নতজানু মহাজোট সরকার জনগণের সমর্থন ছাড়া ক্ষমতা ধরে রাখার জন্য ভারত-মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সাথে একের পর এক দেশবিরোধী চুক্তি ও আপোষ-রফা করছে। আর অন্যদিকে বিএনপি জামাতসহ দেশের অন্যান্য ধনীক শ্রেণী রাজনৈতিক দল মুখে ভারত বিরোধীতার কথা বললেও ক্ষমতায় যাওয়ার জন্য ভারতীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীসহ অন্যান্য সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সমর্থনে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে। অন্যদিকে তথাকথিত বামপন্থী নামধারী দলগুলোও ভারতের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের কাতারে নেই। এই পরিস্থিতিতে বর্তমান ফ্যাসিবাদী মহাজোট সরকার ও তার দোসর ভারত-মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশের শ্রমিক, কৃষক মেহনতী ও দেশ প্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং সে আন্দোলনে ভারত, মার্কিন এর শ্রমজীবী ও দেশপ্রেমিক জনগণকে পাশে থাকার আহ্বান জানান।
সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।