Wednesday, January 22, 2025
Homeছাত্র ফ্রন্টআন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশী হামলার প্রতিবাদ

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশী হামলার প্রতিবাদ

38612453_548617832222240_8470795360304889856_n
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি নাঈমা খালেদ মনিকা ও সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু এক যুক্ত বিবৃতিতে আজ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-পুলিশী হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।একইসাথে এ ঘটনার সাথে জড়িত পুলিশ- ছাত্রলীগের শাস্তি ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি করেছেন ।
নেতৃবৃন্দ বলেন, ঢাকার কুর্মিটোলায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্টের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহত হওয়ার পর থেকে শিক্ষার্থীরা নিরপাদ সড়ক, নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খানের পদত্যাগের দাবিসহ ৯ দফা দাবিতে আন্দোলন করছে। শিক্ষার্থীদের এ আন্দোলনে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগ গত কয়েকদিন ধরে ঢাকাসহ সারাদেশে বর্বরোচিত হামলা চালিয়ে আসছে। শত শত শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে, মেয়েদের লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। আজও রামপুরায় পুলিশ-ছাত্রলীগ-যুবলীগ বর্বরোচিত হামলা চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিছিল যখন শাহবাগে যাচ্ছিল তখন পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের সংগঠক ও মিরপুর বাঙলা কলেজের আহ্বায়ক সজীব চৌহান,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহামুদুল হোসাইনসহ ৩ জনকে গ্রেফতার করে। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ শিক্ষার্থীদের ৯দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান।
RELATED ARTICLES

আরও

Recent Comments