Tuesday, December 24, 2024
Homeসাম্যবাদসাম্যবাদ - নভেম্বর ২০১৭আন্দোলন ও সংগঠন সংবাদ — সাম্যবাদ নভেম্বর ২০১৭

আন্দোলন ও সংগঠন সংবাদ — সাম্যবাদ নভেম্বর ২০১৭

চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

DSCF8172 copy

বাজারে আগুন জ্বলছে। অথচ এই সরকার সাধারণ মানুষের কথা না ভেবে মুনাফালোভী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে চলছে। পত্রিকায় খবর এসেছে সরকার গ্যাস- বিদ্যুতের দাম আবার বাড়াবে। এতে আনুষাঙ্গিক সকল খরচ বাড়বে এবং জনগণ আরও দুর্ভোগে নিপতিত হবে। নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সমস্ত প্রকার মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও মুনাফালোভী ব্যবসায়ীদের শাস্তির দাবিতে ১৩ নভেম্বর বিকেলে বাসদ (মার্কসবাদী)’র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কার্যপরচিালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী এবং পরিচালনা করেন কার্যপরচিালনা কমিটির সদস্য কমরেড ফখরুদ্দিন কবির আতিক।

দশ টাকা দরে ওএমএস’র চালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

22815534_2009343729287298_5693214858159343501_n copy

দশ টাকা কেজি দরে ওএমএস’র চাল বিক্রয় ও চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধসহ জনজীবনের সংকট নিরসনের দাবিতে গত ৩০ অক্টোবর রংপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু। বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, আহসানুল আরেফিন তিতু, রোকনুজ্জামান রোকন প্রমুখ।

বক্তারা ১০ টাকা কেজি দরে ওএমএস’র চাল বিক্রয়, প্রতি পরিবারে অন্তত একজনের চাকুরি, ৮০০ টাকায় (৪ জনের পরিবার) সারা মাসের রেশন, খাদ্যদ্রব্যের সকল ব্যবসায় সরকারি নিয়ন্ত্রণ, মজুতদারি ও কালোবাজারি বন্ধ, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি রোধ, সিটি কর্পোরেশন ও পৌরসভার হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি বন্ধ, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, সকল এনজিও ও ব্যাংক ঋণ মওকুফ, স্বাস্থ্য ও শিক্ষার বেসরকারীকরণ-বাণিজ্যিকীকরণ বন্ধ, নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের বিচার, মাদক- জুয়া-অপসংস্কৃতি-অশ্লীলতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সকল ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি বন্ধ, গুম-খুন-বিচার বহির্ভূত হত্যাকা- বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

22310707_1311650825608238_3645449834169078090_n copy

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশের জটিলতা নিরসন ও পূর্বের নিয়ম বহাল রাখার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার বিক্ষোভ মিছিল-সমাবেশ

নোয়াখালীতে ধর্ষক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে নারীমুক্তি কেন্দ্রের প্রতিবাদ

নোয়াখালীতে বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়ে মানবন্ধন-সমাবেশ হয়েছে। গত ১৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় জেলা শহরের টাউন হল মোড়ে প্রধান সড়কের পাশে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র জেলা শাখা।

মানববন্ধন-সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সংগঠক স্বর্ণালী আচার্য্য। এ সময় বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য তারকেশ্বর দেবনাথ, নারী মুক্তি কেন্দ্রের সংগঠক মুনতাহার প্রীতি প্রমুখ।

কৃষি জমি রক্ষায় জয়পুরহাটে বিক্ষোভ

23316718_1857863347877846_1976202874029854080_n copy

জয়পুরহাট উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নে অর্থনৈতিক জোনের নামে তিন হাজার বিঘা উর্বর ফসলি কৃষি জমি অধিগ্রহণ করে হাজার হাজার কৃষককে ধ্বংস ও সর্বস্বান্ত করার যে চক্রান্ত চলছে তার প্রতিবাদে ৫ নভেম্বর বেলা ১১টায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক কমরেড ওবায়দুল্লাহ মুসা ও কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।

সোভিয়েত বিপ্লবের শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের লাল পতাকা র‍্যালী ও আলোচনা সভা

Basod Marxist copy

মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উপলক্ষে গত ২০ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলা শাখার উদ্যোগে লাল পতাকা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে লাল পতাকা র‍্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউক্রস রোডস্থ সুমি কমিউনিটি কেয়ারে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সভায় আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, সংগঠনের জেলা কমিটির সদস্য সুবাস চন্দ্র রায়, শফিকুল ইসলাম, সবুজ হাসান সাগর, সংগঠক আজিজ মিয়া প্রমুখ।

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

23031325_1539783919470449_5216213551426160540_n copy

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে পীরগাছা উপজেলার আরাজী ঝিনিয়ায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাঠাগার প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা পীযূষ কান্তি বর্মণ, শিক্ষক তাপস চন্দ্র সাহা, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাঈমা খালেদ মনিকা, সদস্য আবু রায়হান।

RELATED ARTICLES

আরও

Recent Comments