Tuesday, December 24, 2024

আন্দোলন ও সংগঠন সংবাদ

ফুলবাড়ী মহাসমাবেশ থেকে জাতীয় কমিটির আন্দোলনের কর্মসূচি

10685471_832779506745263_3031677966798836115_n
২৭ ডিসেম্বর ফুলবাড়ী মহাসমাবেশের একাংশ। ইনসেটে বক্তব্য রাখছেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মু. শহীদুল্লাহ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড শুভ্রাংশু চক্রবত্তর্ী, জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ

৬ ফেব্রুয়ারি ২০১৫ : বিজ্ঞানী, লেখক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, পেশাজীবী ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সুন্দরবন রক্ষায় কনভেনশন অনুষ্ঠিত হবে।
৭ ফেব্রুয়ারি ২০১৫ : ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে ফুলবাড়ী কমিটির ডাকে অঞ্চলে অবরোধ এবং দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
১১-১৬ মার্চ ২০১৫ : ঢাকা থেকে সুন্দরবন অভিমুখে ‘সুন্দরবন রক্ষায় জনঅভিযাত্রা’।

বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির পরিকল্পনা বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

পুনরায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়ানোর সরকারি পরিকল্পনা বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র উদ্যোগে ২৪ ডিসেম্বর বিকাল ৪টায় পল্টন-মতিঝিল এলাকায় স্বাক্ষর সংগ্রহ, প্রচারপত্র বিলি ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। দলের ঢাকা মহানগর শাখা ঘোষিত থানায় থানায় বিক্ষোভ-পদযাত্রা, গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ ফখ্রুদ্দিন কবির আতিক, রাজীব চক্রবর্ত্তী, মাসুদ রানা, শরীফুল চৌধুরী প্রমুখ।

বাসদ (মার্কসবাদী) সূত্রাপুর থানা শাখার উদ্যোগে ১২ ডিসেম্বর বিকাল ৪টায় বাহাদুর শাহ পার্ক থেকে মিছিল শুরু হয়। মিছিল শুরু হয়ে লক্ষ্মীবাজারের দিকে যেতে থাকলে মহানগর মহিলা কলেজের সামনে পুলিশ বাধা দেয়। পুলিশ ব্যানার, ফেস্টুন কেড়ে নিতে চাইলে নেতা-কর্মীদের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। নেতা-কর্মীরা সেখানে বসে পড়েন এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী।

একই দিন মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় মোহাম্মদপুর টাউন হলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশগুলোতে নেতৃবৃন্দ বলেন, মহাজোট সরকার আরেক দফা বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে জনগণের জীবনে নতুন দুর্ভোগ নামিয়ে আনছে। ভর্তুকি কমানোর নাম করে এই মূল্যবৃদ্ধি করা হচ্ছে, অথচ গ্যাস খাতে যা কিছু ভর্তুকি তার মূল কারণ বিদেশি কোম্পানির কাছ থেকে বেশি দামে গ্যাস কেনা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে গ্যাস তুললে এই ভর্তুকির প্রয়োজন হত না। বিদ্যুতের ক্ষেত্রেও ভর্তুকির প্রধান কারণ দ্রুত উৎপাদন বাড়ানোর নামে তেলভিত্তিক রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সরকারি নীতি। এইভাবে জনগণের অর্থ দিয়ে দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভরানোর নীতি বাস্তবায়ন করতেই বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। মহাজোট সরকারসহ শাসক দলগুলো বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেল-পানি-শিক্ষা-চিকিৎসাসহ সব কিছুকে ব্যবসার পণ্যে পরিণত করতে চায়। পুঁজিপতিদের মুনাফা লোটার সুযোগ করে দিতেই তারা দফায় দফায় এসব সেবার দাম বাড়ায়। নেতৃবৃন্দ শক্তিশালী গণআন্দোলনের চাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে বাধ্য করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানান।

সিলেট : ১৮ ডিসেম্বর বিকাল ৫টায় সিলেট শহরের টিলাগড় পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন এড. হুমায়ুন রশীদ শোয়েব, সুশান্ত সিনহা, রেজাউর রহমান রানা, সাজিউল ইসলাম সাইফুল, রুবেল মিয়া, অনীক চন্দ।

হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৫ ডিসেম্বর রাতে চৌধুরী বাজার খোয়াই মুখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এনামুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার আহ্বায়ক জসিম উদ্দিন, মহসিন সরদার।

দিনাজপুর : বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণার প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ১০ ডিসেম্বর বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাম মোর্চা দিনাজপুর জেলার সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক আনোয়ার আলী সরকার, বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলা সমন্বয়ক রেজাউল ইসলাম সবুজ প্রমুখ।

রংপুর : গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি রোধ, ক্ষেতমজুরদের সারাবছর কাজ ও কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ২৮ জানুয়ারি উত্তরাঞ্চলের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ সফল করার লক্ষ্যে ১৬ জানুয়ারি সন্ধ্যায় বাসদ (মার্কসবাদী) পীরগাছা উপজেলা শাখার উদ্যোগে নব্দীগঞ্জ বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংগঠক মাইন উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন দলের রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্য পলাশ কান্তি নাগ।

১২ জানুয়ারি সন্ধ্যায় বাসদ (মার্কসবাদী) পীরগাছা উপজেলা শাখার উদ্যোগে বড়দরগা ও দেউতি বাজারে পৃথক দু’টি সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় বড়দরগা বাজারে স্থানীয় সংগঠক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু। সন্ধ্যা ৭.৩০টায় দেউতি বাজারে স্থানীয় সংগঠক আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পলাশ কান্তি নাগ।

বগুড়ায় গণ-পদযাত্রা

Bogra_podojatraবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বগুড়া জেলা শাখার উদ্যোগে ২৩ ডিসেম্বর সকাল ১০টায় কলোনী বাজার থেকে শুরু হয়ে বিসিক পর্যন্ত গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ফুলবাড়ী-বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা ও রামপালে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে ও তিস্তা-পদ্মাসহ সব আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

গণপদযাত্রার পথে শহরের কলোনী বাজার, ঠনঠনিয়া, সাতমাথা, বড়গোলা, দত্তবাড়ী, কালীতলা, ফুলবাড়ী এবং শেষে বিসিক বাজারে বাসদ (মার্কসবাদী) বগুড়া জেলা শাখার সমন্বয়ক সামসুল আলম দুলুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল হাই, রঞ্জন কুমার দে, সাইফুল ইসলাম শাফি, আমিনুল ইসলাম, শীতল সাহা, নওশীন মুস্তারিন সাথী, বনানী রায় ববি।

সুন্দরবন রক্ষায় জাহাজ চলাচল নিষিদ্ধ ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি

Khagrachari_খাগড়াছড়ি : বিজ্ঞান চর্চা কেন্দ্র ও শিশু কিশোর মেলা খাগড়াছড়ি জেলা শাখার যৌথ উদ্যোগে ১৮ ডিসেম্বর শহরের শাপলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাকিস্তানে তালেবানের আক্রমণে নিহত শিশুদের স্মরণে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়। অরিন্দম কৃষ্ণ দে’র পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি নাজির হোসেন, কলেজ সদস্য সচিব স্বাগতম চাকমা, জেলা সংগঠক কৃষ্টি চাকমা, হিরু চাকমা, হায়দার আলী ও ???????????????????????????????ম্রাবাই মারমা। বক্তারা পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক উসকানি বন্ধ, জে.এস.সি পরীক্ষার্থী উমেপ্রু মারমার হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিপন্ন সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের বনজীবীদের রক্ষায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়।

চট্টগ্রাম : ২১ ডিসেম্বর বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিজ্ঞান চর্চা কেন্দ্র চট্টগ্রাম নগরের আহ্বায়ক জাহেদুন্নবী কনকের সভাপতিত্বে ও রাজেশ্বর দাশ গুপ্ত’র পরিচালনায় বক্তব্য রাখেন বিজ্ঞান চর্চা কেন্দ্রের সংগঠক জয় বনিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক স¤পাদক মিশু দত্ত।

পাকিস্তানে তালেবানের হাতে স্কুল ছাত্র হত্যাকাণ্ড

বাসদ (মার্কসবাদী)-র নিন্দা ॥ সারাদেশে প্রতিবাদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে গত ১৬ ডিসেম্বর পাকিস্তানে উগ্র মৌলবাদী গোষ্ঠী তালেবান কর্তৃক বর্বরোচিত স্কুল ছাত্র হত্যাকান্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনীতি কতটা গণতন্ত্র ও সভ্যতাবিরোধী – এ ঘটনায় বিশ্ববাসী আরেকবার প্রত্যক্ষ করল। পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদে গড়ে উঠা এ ধরণের ঘৃণ্য প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে দেশে দেশে আন্দোলন গড়ে তোলা আজ জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা : মৌলবাদী জঙ্গিগোষ্ঠী তালেবান কর্তৃক পাকিস্তানে বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৭ ডিসেম্বর বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, নাঈমা খালেদ মনিকা।
সিলেট : শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার উদ্যোগে ১৭ ডিসেম্বর বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেলার সিলেট জেলার সংগঠক লিপন আহমেদের সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নেতা এড. হুমায়ুন রশীদ শোয়েব, ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, মেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদ, মাসুদুল করিম সোহাগ প্রমুখ।
চাঁদপুর : শিশু কিশোর মেলা’র উদ্যোগে ২২ ডিসেম্বর বিকেল ৪টায় চাঁদপুর শপথ চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চাঁদপুর জেলা আহ্বায়ক এড. আবু তাহের পাটওয়ারী, শিশু কিশোর মেলার সংগঠক রহিমা আক্তার কলি, ছাত্র ফ্রন্ট নেতা বিধুভূষণ নাথ পলাশ, সাদ্দাম হোসেন।

মাদক-জুয়া, অশ্লীলতা-অপসংস্কৃতি ও নারী নির্যাতন বন্ধের দাবিতে নারীমুক্তি কেন্দ্রের বিক্ষোভ

Gibandha_Narimukti_120115_1
গাইবান্ধায় জেলা প্রশাসক অফিসের সামনে অবস্থান ধর্মঘট

দিনাজপুর : ১২ জানুয়ারি বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের দিনাজপুর জেলা সংগঠক আরজুনা বেগম-এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুমা আক্তার, বাসদ (মার্কসবাদী) দিনাজপুর জেলার সমন্বয়ক রেজাউল ইসলাম সবুজ। বক্তারা বলেন, সারা দেশব্যাপী রাজনৈতিক মদত ও প্রশাসনের সহযোগিতায় মাদক ব্যবসা এবং যাত্রা ও জুয়ার আয়োজন চলছে। এর প্রভাব গোটা সমাজব্যাপী ভয়াবহ রূপ ধারণ করেছে। যার ফলশ্র“তিতে নারী নির্যাতন-অশ্লীলতা সমাজকে গ্রাস করছে। এর বিরুদ্ধে সমাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য বক্তারা আহবান জানান।
রংপুর : নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে ১২ জানুয়ারী সকাল ১১টায় নগরীতে বিক্ষোভ মিছিল এবং কাচারী বাজার চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা নেতা আলো বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু, পলাশ কান্তি নাগ, কামরুন্নাহার খানম শিখা, নন্দিনী দাস, ফাহমিদা হক প্রমুখ।

narimukti dhaka
রাঙ্গামাটির কাপ্তাই-তে পাহাড়ী কিশোরী উমরা চিং মারমাকে ধর্ষণের পর হত্যার বর্বরোচিত ঘটনার বিচারের দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ : বাসদ (মার্কসবাদী) ও শিশু কিশোর মেলা হবিগঞ্জ জেলার উদ্যোগে ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় চুনারুঘাট লস্করপুর চা বাগানে শিশু-বৃদ্ধসহ শতাধিক শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাসদ(মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম, লস্করপুর পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক অজয় বাউড়ী। শীতবস্ত্র বিতরণকালে সমাবেশে বক্তাগণ বলেন, অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসার মত মৌলিক অধিকারগুলো সকল জনগণকে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। শীতের তীব্র আক্রমণে শীতবস্ত্রহীন মানুষরা কষ্ট পাচ্ছে। চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৭৯ টাকা। এ টাকায় তাদের পরিবারের ন্যূনতম চাহিদাও পুরণ করতে পারে না। তাই রাষ্ট্রীয় দায়িত্বে মৌলিক চাহিদা পূরণ ও চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে।

কিশোরগঞ্জ : বাসদ (মার্কসবাদী) হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে গোবিন্দপুর ইউনিয়ন কার্যালয়ে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে ৩১ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্টির উপজেলা শাখার আহ্বায়ক আলাল মিয়া, ছাত্র ফ্রন্টের জেলা শাখার সহ-সভাপতি সুমন দাস প্রমুখ নেতৃবৃন্দ।
ঢাকা : চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও শিশু কিশোর মেলা-র উদ্যোগে দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাসদ(মার্কসবাদী) মীরপুর-পল্লবী আঞ্চলিক শাখার সহযোগিতায় ২৬ ডিসেম্বর বিকাল ৩টায় মীরপুর দুয়ারীপাড়া বস্তিতে এবং বিকাল ৫টায় মীরপুর সাড়ে ১১নং বাসস্ট্যা- সংলগ্ন বাসদ কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র ও কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাসদ(মার্কসবাদী) মীরপুর-পল্লবী আঞ্চলিক শাখার সমন্বয়ক কল্যাণ দত্ত, চারণ সাংস্কৃতিক কেন্দ্র-এর সংগঠক সুস্মিতা রায় সুপ্তি।

খাগড়াছড়ি : গত ২৭ ডিসেম্বর সকাল ৮টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে পানছড়ি উপজেলার লোগাং তারাবন ভাবনা কেন্দ্রের পূর্ব উত্তরে শান্তি পাড়া ও বা¹ি আদামে মারমা-চাকমা অধ্যুষিত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সদস্য সচিব স্বাগতম চাকমা ও বিজ্ঞান চর্চা কেন্দ্রের জেলা সংগঠক অরিন্দম কৃষ্ণ দে।

রংপুর : বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখার উদ্যোগে গত ১২ জানুয়ারি সন্ধ্যায় রংপুর নগরীর জি এল রায় রোডস্থ সাম্যবাদ কার্যালয়ে প্রায় অর্ধ শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু। গত ১১ জানুয়ারি সন্ধ্যায় রংপুর নগরীর ৩৩ নং ওর্য়াড হোসেন নগরে প্রায় শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও পীরগাছা উপজেলা শাখার উদ্যোগে ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় উপজেলার আরাজি ঝিনিয়াসহ মওলানা ভাসানী স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

গাইবান্ধা : বাসদ (মার্কসবাদী)-র উদ্যোগে ফজলুপুর ইউনিয়নের কোচখালিচরে অসহায় দুঃস্থ মানুষদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক বজলুর রহমান, শফিক আহমেদ, শামিম আরা মিনা, পরমানন্দ দাস প্রমুখ।

চা বাগানে চিকিৎসা সহায়তা ও ঔষধ প্রদান কর্মসূচি

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন-এর আয়োজনে ২৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে দিনব্যাপী হবিগঞ্জের রশিদপুর চা বাগানে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ঔষধ প্রদান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রগতিশীল চিকিৎসক ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ডা. মুজিবুল হক আরজু-এর পরিচালনায় শতাধিক চা শ্রমিককে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীরেন সিং। তিনি বলেন, অন্ন-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসাসহ মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় রাষ্ট্র এ সকল মৌলিক অধিকারের কোনো দায়িত্ব নিচ্ছে না। চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৬৯ টাকা। এ সকল শ্রমিকদের পক্ষে টাকা দিয়ে চিকিৎসা সেবা নেয়ার কোনও উপায় নেই, তাই আমাদের বাধ্য হয়ে এই কর্মসূচি নিতে হচ্ছে।

শোক সংবাদ
বাসদ (মার্কসবাদী) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সংগঠক কমরেড শরীফ উল্লাহ গত ১৬ জানুয়ারি অসুস্থতাজনিত কারণে ধীপপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
বাসদ (মার্কসবাদী) নোয়াখালী জেলার আহ্বায়ক অধ্যাপক মতিনউদ্দিন আহমেদ ও সদস্য সচিব দলিলের রহমান দুলাল এক যুক্ত বিবৃতিতে কমরেড শরীফ উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রশ্নপত্র ফাঁস : শিক্ষা ও নৈতিকতার ধ্বংস রুখতে আন্দোলনে ছাত্র ফ্রন্ট

অব্যাহত প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যশোরে মানববন্ধন
অব্যাহত প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যশোরে মানববন্ধন

চট্টগ্রাম : প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিক্ষা ও নৈতিকতা ধ্বংস বন্ধ করার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে ২০ ডিসেম্বর বিকাল ৩টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, প্রোগ্রেসিভ ডক্টরস ফোরামের আহ্বায়ক ডা. সুশান্ত বড়–য়া ও রেলওয়ে সিটি কর্পোরেশন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিগ্যান মজুমদার, ডলফিন ক্লাবের সাধারণ স¤পাদক ফিরোজ আহমেদ, এড. বিশুময় দেব ও অভিভাবকবৃন্দের পক্ষ থেকে নাঈম উদ্দিন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি তাজ নাহার রিপনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দিন।

চাঁদপুর : গত ১০ ডিসেম্বর চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে ছাত্র ফ্রন্ট চাঁদপুর সরকারি কলেজ শাখা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহিমা আক্তার কলি, পরিচালনা করেন সংগঠক সাদ্দাম হোসেন, বক্তব্য রাখেন শিশির মাহমুদ সাদ্দাম ও বাদল চন্দ্র।

যশোর : ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখার উদ্যোগে ১১ ডিসেম্বর সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ছাত্র-শিক্ষক-অভিভাবক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্ণেন্দু মন্ডল, বক্তব্য রাখেন উজ্জ্বল বিশ্বাস, উৎপল কুমার ঘোষ, ইমরান খান ও ঋজু খান।

গাজীপুর : জেলা শাখার উদ্যোগে ১২ জানুয়ারি বেলা ১২টায় কাশিমপুর শিল্পাঞ্চলের কাশিমপুর হাইস্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মেলার সংগঠক মুরাদ, জহির, স্থানীয় বাসদ (মার্কসবাদী) নেতা মশিউর রহমান খোকন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শরীফুল চৌধুরী।

রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলা এবং প্রশাসনের নিরব ভূমিকায় উদ্বেগ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী  ১০ জানুয়ারি সংবাদমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে রাঙামাটিতে মেডিকেল কলেজের উদ্বোধনকে কেন্দ্র করে সরকারি দলের মদদে প্রতিবাদকারীদের উপর সাম্প্রদায়িক হামলা এবং প্রশাসনের নিরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাঙামাটিতে মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত দাবিতে আন্দোলনকারীদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে সরকারি দলের মদদে একদল সন্ত্রাসী আন্দোলনকারীদের উপর এবং পরবর্তীতে পাহাড়ি জনগণের ওপর সাম্প্রদায়িক হামলা চালায়।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বিবৃতিতে বলেন, রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে স্থানীয় জনগণ তাদের যুক্তি তুলে ধরে আপত্তি জানিয়ে আসছে। জনগণের এই আপত্তি অগ্রাহ্য করেই সরকার সেখানে মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ অব্যাহত রেখেছে। তারই অংশ হিসাবে আজ আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছে এবং সাম্প্রদায়িক সংঘাত বাঁধানোর অপচেষ্টা চলেছে। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে স্থানীয় জনগণ এই সাম্প্রদায়িক হামলা প্রতিহত করেছে। অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী অবিলম্বে স্থানীয় জনগণের আপত্তি আমলে নিয়ে উদ্ভূত সমস্যার যৌক্তিক সমাধান এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

স্কুলছাত্রদের অংশগ্রহণে ‘মুক্তিযুদ্ধের কিশোর গাঁথা’

মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার উদ্যোগে ২৫ ডিসেম্বর শ্রীহট্ট সংস্কৃত কলেজে ‘মুক্তিযুদ্ধের কিশোর গাঁথা’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে সিলেটের বিভিন্ন স্কুলের দেড় শতাধিক শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দেয়ালিকা প্রতিযোগিতা, কিশোর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবী চরিত, মুক্তিযুদ্ধের গল্প, ঐতিহাসিক সময়ের ছবি প্রদর্শনী, কুইজ, মুক্তিযোদ্ধের চিঠি লেখা, গান-আবৃত্তি ইত্যাদিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ছাত্রদের ‘শহীদ মতিউর’,‘শহীদ রুমি’, ‘শহীদ আজাদ’, ‘কিশোর মুক্তিযোদ্ধা পুতুল’ এবং ‘কিশোর মুক্তিযোদ্ধা মোজাম্মেল’ নামে মোট ৫টি দলে ভাগ করা হয়। বিভিন্ন এলাকা থেকে স্কুলছাত্রদের নির্মিত দেয়ালিকা ‘মুক্তির জয়গান’, ‘মুক্তির ডাকে আমরা’, ‘কিশোরদের চেতনায় ৭১’ এবং ‘ফিরে দেখা’ প্রকাশিত হয়। দেয়ালিকা মূল্যায়ন করেন সিলেটের সাংস্কৃতিক সংগঠক অনিমেষ বিজয় চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষক খন্দকার দাহিরুল ইসলাম মিথুন। এ সময় ৭১-এর রণাঙ্গণ থেকে ‘মুক্তিযোদ্ধার চিঠি’ পঠিত হয় এবং পরবর্তীতে ‘মুক্তিযোদ্ধার চিঠি’ লিখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘মুক্তিযোদ্ধার চিঠি’র মূল্যায়ন করেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব এড. গোলাম সোবহান চৌধুরী দীপন এবং এড. হুমায়ুন রশীদ সোয়েব। পরবর্তীতে গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে তালেবান হামলায় নিহত শিশুদের প্রতি অস্থায়ী শোকস্তম্ভে শোকজ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অংশ শেষ হয়।

দুপুরের খাবার বিরতির পর বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল তাঁর যুদ্ধকালীন অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের ২য় পর্বের সূচনা করেন। এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ৬ জন কিশোর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের চরিত্র অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলে এবং ঐতিহাসিক সময়ের ছবি দ্বারা নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সারা দিনের সমস্ত আয়োজনের ভিত্তিতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা ২টি ভাগে বিভক্ত হয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য নাঈমা খালেদ মনিকা, স্কুল বিষয়ক সম্পাদক তাজ নাহার রিপন, লিপন আহমেদ প্রমুখ। সর্বশেষ গান-আবৃত্তি এবং ‘আমরা করবো জয়’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

কারমাইকেলে ফি-বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা : ছাত্র ফ্রন্ট নেতা আহত

Karmikel-movmentঅনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রংপুর কারমাইকেল কলেজে ২১ ডিসেম্বর বেলা ১২টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যাংক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাংক অবরোধ চলাকালে কলেজ প্রশাসনের প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্র সমাজ যৌথভাবে সশস্ত্র হামলা চালায়। হামলায় গুরুতর আহত ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড, সহ-সম্পাদক এম নিয়াজ, অর্থ সম্পাদক ফাহমিদা আহমেদ, পাঠাগার সম্পাদক শাপলা রায়, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান মিজানসহ প্রায় ১৫ জন শিক্ষার্থী হামলায় আহত হয়।

এ বছর দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি গত বছরের চেয়ে গড়ে প্রায় ১ হাজার টাকা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন। অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গত ১৮ ডিসেম্বর থেকে শুরু হয় আন্দোলন। ধারাবাহিক আন্দোলনের মুখে কলেজ প্রশাসন ২০০ টাকা বর্ধিত ফি কমানোর ঘোষণা দেয়। শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের এই ঘোষণাকে প্রত্যাখান করে নিয়মবহির্ভূত ও অযৌক্তিক সকল প্রকার বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে। এর অংশ হিসেবে শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণভাবে ব্যাংকের সামনে অবরোধ কর্মসূচি পালন করছিল সে সময়ই কলেজ প্রশাসনের মদদে ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্রসমাজ মিলিতভাবে হামলা চালায়।

একই ঘটনার জের ধরে পরদিন ২২ ডিসেম্বর বেলা ১টার সময় ছাত্রলীগ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জুবায়েদুর রহমান মোহন ও জয়ন্ত সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ছাত্র ফ্রন্টের টেন্টে হামলা চালিয়ে কলেজ শাখার সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিডসহ ৭/৮ জন নেতা-কর্মীকে আহত করে।

শরৎচন্দ্রের মৃত্যুবার্ষিকী পালিত

মরমী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৭৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে বীরকন্যা প্রীতিলতা পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসীর সভাপতিত্বে আলোচনা করেন সংগঠনের রংপুর জেলার সভাপতি আহসানুল আরেফিন তিতু, আবু সাঈদ মো. তৌহিদুল ইসলাম, হোজায়ফা সাকওয়ান জেলিড, ইমরান সরকার, শাপলা রায় প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আজকের এই চরম অবক্ষয়ের যুগে শরৎসাহিত্য যুবসমাজের মাঝে অনুপ্রেরণা যোগাবে। সাম্প্রদায়িকতা, মৌলবাদের বিরুদ্ধে শরৎসাহিত্য একটি শক্তিশালী হাতিয়ার।

শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক কর্মশালা

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ১৬ জানুয়ারি সারাদিনব্যাপী ‘শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক কর্মশালার’ আয়োজন করা হয়। কর্মশালায় কৃষ্টি চাকমা পরিচালনায় আলোচনা করেন বাসদ (মার্কসবাদী) খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আহ্বায়ক জাহেদ আহমেদ টুটুল, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ বিশ্বাস, অরিন্দম কৃষ্ণ দে, স্বাগতম চাকমা। কর্মশালায় প্রথম সেশনে শিক্ষা সম্পর্কিত আলোচনা এবং দ্বিতীয় সেশনে আলোকচিত্র প্রদর্শনী ও বিজ্ঞান সম্পর্র্কিত আলোচনা করা হয়।

শিল্পাচার্য জয়নুল আবেদিন

zynul-Abedin“১৯৪৩ এর দুর্ভিক্ষ ছিল মনুষ্য সৃষ্ট। একটি পরাধীন দেশে একটি বিদেশী শক্তির চক্রান্ত। তার একটা স্বতন্ত্র আবেদন ছিল; তাই অন্তর থেকে ছবি আঁকার দুর্বার প্রেরণা ছিল। সত্তুরের ঘূর্ণিঝড় ও ধ্বংসলীলা প্রাকৃতিক দুর্যোগ। এতে কারো হাত নেই তেমন। এতে দুঃখ হয় কিন্তু আবেদন ক্ষণস্থায়ী, তাই অধিকসংখ্যক উল্লেখযোগ্য ছবি হয় নি। আর এখন? এখন তো চারিদিকে রুচির দুর্ভিক্ষ। একটি স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের ছবি হয় না!”
[২০১৪ সালের ২৯ ডিসেম্বর পালিত হলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ। এ উপলক্ষে শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।]

সাম্যবাদ জানুয়ারি ২০১৫

RELATED ARTICLES

আরও

Recent Comments