উৎপাদন খরচের সাথে ৩৫% মূল্য সহায়তা দিয়ে খোদ কৃষকের কাছ থেকে সরকারি উদ্যোগে আলু ক্রয়, ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ, বস্তা প্রতি স্টোর ভাড়া ১৫০টাকা নির্ধারণ, স্টোরে সংরক্ষিত আলুর উপর সহজ শর্তে প্রকৃত চাষীদের কৃষি ঋণ প্রদান, বিএডিসিকে সচল করে সার-ডিজেল-কীটনাশক সরবরাহসহ আট দফা দাবিতে আজ ১২ ফেব্রুয়ারি ,বুধবার সকাল ১১টায় সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীর সাতমাথায় বিক্ষোভ-সমাবেশ ও সড়ক অবরোধের কর্মসূচি পালন করা হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে আলু চাষীরা বস্তায় বস্তায় আলু রাস্তায় ফেলে কর্মসূচিতে শামিল হয়। বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি রংপুর জেলা সমন্বয়ক এবং কৃষক ফ্রন্টের সংগঠক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংগঠক এমদাদুল হক বাবু, দেলোয়ার হোসেন, আলুচাষী কফিল উদ্দিন, সাত্তার মিয়া, ইসলাম উদ্দিন প্রমুখ।