Sunday, November 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদআশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে - গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের ন্যায্য দাবি মানতে হবে – গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

image-12827
গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল রায় এক বিবৃতিতে আশুলিয়ায় আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের উত্থাপিত মজুরি বৃদ্ধির দাবির প্রতি সর্মথন ঘোষণা করে অবিলম্বে নতুন মুজরি কমিশন গঠনের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বেআইনি ছাঁটায় বন্ধ, ছাঁটায় করলে আইনানুগ পাওনা পরিশোধ, বাৎসরিক ছুটির টাকা প্রদানসহ অন্যান্য ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, পেটের তাগিদে শ্রমিকদের স্বতঃস্ফুর্ত আন্দোলনকে ‘ষড়যন্ত্র’ ‘উস্কানি’ বলে অপপ্রচার না চালিয়ে মনুষ্যোচিত মজুরি নিশ্চিত করার উদ্যোগই কেবল শ্রমিকদের আশ্বস্ত করতে পারে। ২০১৩ সালে যে মজুরি ঘোষিত হয়েছিল তা ছিল অপর্যাপ্ত। ইতিমধ্যে ৩ বছর পার হয়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, মন্ত্রী- এমপি- সরকারি কর্মকর্তা- পুলিশ- সেনাবাহিনী সবার বেতন বেড়েছে। ফলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক ও ন্যায্য। ইতিমধ্যে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন ও অন্যান্য শ্রমিক সংগঠন গার্মেন্টেসে নূন্যতম মোট মজুরি ১৬,০০০ টাকা করার দাবিতে মালিক পক্ষ ও সরকারকে স্মারকরিপি দিয়েছে।

RELATED ARTICLES

আরও

Recent Comments