বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( মার্কসবাদী)’র বিশেষ সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মানস নন্দী এবং সদস্য সচিব মাসুদ রানা এক বিবৃতিতে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সাম্রাজ্যবাদী দু’টি দেশ আমেরিকা ও রাশিয়া পরষ্পরের প্রভাববলয় সৃষ্টির অশুভ প্রতিদ্বন্দ্বীতা এবং বিশেষভাবে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো যুদ্ধ জোট সম্প্রসারণের পরিকল্পনায় ইউক্রেনকে যুক্ত করায় বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে। এই পরিস্থিতিতে দুনিয়ার দেশে দেশে যুদ্ধ ও অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী সাম্রাজ্যবাদী শক্তিসমূহ তৎপর হয়ে উঠেছে। অবিলম্বে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ করার দাবিতে এবং একইসাথে পূর্ব ইউরোপে ন্যাটো যুদ্ধ জোট সম্প্রসারণের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য নেতৃবৃন্দ সারা দুনিয়ার শান্তিকামি মানুষের প্রতি আহ্বান জানান।