Friday, December 27, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদইউপি নির্বাচনে সহিংসতায় ১১ জনের প্রাণহানিতে বাসদ (মার্কসবাদী)’র ক্ষোভ ও উদ্বেগ

ইউপি নির্বাচনে সহিংসতায় ১১ জনের প্রাণহানিতে বাসদ (মার্কসবাদী)’র ক্ষোভ ও উদ্বেগ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে গতকাল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতায় ১১জনের প্রাণহানিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার দলীয় প্রার্থীদের কেন্দ্র দখল, জালিয়াতি, প্রতিপক্ষের হামলার ঘটনা যেভাবে এ নির্বাচনে ঘটেছে তা ইতিপূর্বে অনুষ্ঠিত নির্বাচনের ধারাবাহিকতা মাত্র। এটা আবারো প্রমাণিত হলো যে এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, তা শুধু অনুগত নির্বাচন কমিশনের মাধ্যমে জবরদস্তিমূলক ভাবে স্থানীয় সরকার ব্যবস্থা নিজেদের কুক্ষিগত করার আয়োজন মাত্র। দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার ইউপি নির্বাচনে সংঘর্ষ ব্যালট বাক্স ছিনতাইসহ পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোট কেন্দ্রের বাইরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের টেকনাফে গুলিতে ২জন, সিরাজগঞ্জের রায়গঞ্জ, ঝালকাঠি, পটুয়াখালী ও নেত্রকোনায় একজন করে নিহত হয়েছেন। ভোট গ্রহণ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও পুলিশের গুলিতে আহত হয়েছে প্রায় দুই সহ্রাধিক। ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে হলো ২১। এভাবে পেশিশক্তি কালো টাকা ও প্রশাসনকে ব্যাবহার করে সকল ক্ষেত্রে ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইলে নির্বাচন গ্রহণযোগ্য হওয়া তো দুরের কথা হতাহতের সংখ্যা আরো বেড়েই চলবে এবং ফ্যাসিবাদী শাসন পাকাপোক্ত হবে।’
RELATED ARTICLES

আরও

Recent Comments