বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে গত ৩০ মার্চ প্যালেস্টাইনি জনগনের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন কালে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৭ জন ফিলিস্তিনির মৃত্যুতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, সাম্রাজ্যবাদী মদদে ইসরাইল অধিকৃত ভূমিতে ফিলিস্তিনিদের প্রত্যাবাসনের স্বীকৃত অধিকারের ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক দাবিতে বিক্ষোভ সমাবেশের ওপর এ বর্বরোচিত ঘৃণ্য হামলা ধারাবাহিক হত্যাযজ্ঞের অংশ মাত্র। আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিরপেক্ষ অঞ্চলে (বাফার জোন) অবস্থানরত ফিলিস্তিনিদের উপর এই বেপরোয়া আক্রমন ইসরাইলের সন্ত্রাসবাদী ভয়াল চেহারা আবারো উন্মোচিত করলো। ৭০ বছর ধরে উচ্ছেদকৃত ফিলিস্তিনিদের ভূমি অধিকার ফিরিয়ে দেবার দাবী সাম্রাজ্যবাদী চক্রান্তে বারে বারে পর্যদুস্তই হয়নি উপরন্ত জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের ঘোষণার মধ্যে দিয়ে ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ডকে ইন্ধন যুগিয়েছে।
বিবৃতিতে তিনি ইসরাইলের এ বর্বর হত্যাকান্ডের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগনসহ বিশ্ববাসিকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।