Thursday, January 23, 2025
Homeফিচারঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং মালিকদের প্রণোদনা প্যাকেজের নামে অর্থ লুটপাটের...

ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং মালিকদের প্রণোদনা প্যাকেজের নামে অর্থ লুটপাটের পাঁয়তারা বন্ধ কর

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল রায় এক যুক্ত বিবৃতিতে ঈদের আগে সকল শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ এবং মালিকদের প্রণোদনা প্যাকেজের নামে সরকারি অর্থ লুটপাটের পাঁয়তারা বন্ধ করার দাবি জানান।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সরকার করোনা মহামারিতে দেশের শ্রমিকদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে মালিকদের স্বার্থে শিল্প-কারখানা চালু রেখেছে। অথচ, তাদেরকে ঠিকমতো বেতন-বোনাস দেওয়া হয় না। এর মধ্যে শ্রম আইনের কর্ম ঘণ্টা ও ওভারটাইম সম্পর্কিত ধারা স্থগিত করা হয়েছে, যার ফলে মালিকরা তাদের ইচ্ছামতো শ্রমিকদের উপর কাজের চাপ সৃষ্টি করে উৎপাদন বৃদ্ধির দিকে তৎপরতা চালাচ্ছে। আসন্ন ঈদের পূর্বে বেতন-বোনাস পাওয়ার অনিশ্চয়তা শ্রমিকদের এতই দুশ্চিন্তাগ্রস্ত করেছে যে, যেকোনো সময় আন্দোলনের একটা বিস্ফোরণ ঘটতে পারে। তাই আমরা শ্রমিকদের গতানুগতিকভাবে দায়ী করার পথ পরিহার করে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানাচ্ছি।”
 
নেতৃবৃন্দ আরও বলেন, “বিজিএমইএ, বিকেএমইএ’সহ মালিকদের কয়েকটি সংগঠন এবছরও শ্রমিকদের বেতন -বোনাস পরিশোধের অজুহাত দেখিয়ে সরকারের কাছে বড় অঙ্কের প্রণোদনা প্যাকেজের প্রস্তাব করেছে। কিন্তু গত বছরের নির্মম অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পারি, মালিকরা মূলত ব্যবসায় দুরবস্থার কথা বলে বেতন-বোনাস থেকে শ্রমিকদের বঞ্চিত করার এবং সরকারের দেওয়া প্রণোদনার টাকা শ্রমিকদের না দিয়ে লুটপাটের পাঁয়তারা করছে। তাই মালিকদের এই অপতৎপরতা বন্ধ করতে হবে। অবিলম্বে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদেরকে নির্দেশ দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই।”
RELATED ARTICLES

আরও

Recent Comments