Monday, December 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিকমরেড মুবিনুল হায়দার চৌধুরী লাইফ সাপোর্টে

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী লাইফ সাপোর্টে

বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় আজ ১ জুলাই ২০২১ বেলা ২.২০ মিনিটে তাঁকে লাইফ সাপোর্টে বা ইনভেসিভ ভেন্টিলেটরে নেওয়া হয়েছে। ফুসফুসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ২৭ জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল কমরেড মু‌বিনুল হায়দার চৌধুরীকে নন ইন‌ভে‌সিভ ভে‌ন্টিলেশনে নে‌য়া হয়েছিল। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে উচ্চমাত্রায় অ‌ক্সিজের দেয়ার পরও তাঁর শরীরের অ‌ক্সিজেন স্যাচুরেশন ক্রমেই কমে আসছিল।

উল্লেখ্য, তি‌নি দীর্ঘ‌দিন ধরে নানা জ‌টিল রোগে ভুগ‌ছিলেন। গত তিনমাস ধ‌রে মেরুদ‌ন্ডের ফ্র্যাকচার, হাত ও পায়ের প্যারালাই‌সিস, বেড সোর ও নিউ‌মো‌নিয়ার ‌চি‌কিৎসার জন্য তাঁকে বারবার ভ‌র্তি করতে হয়েছে। সর্ব‌শেষ গত ২৭ জুন তাঁকে নিউ‌মো‌নিয়ার জন্য পুনরায় হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় এবং পরের দিনই প‌রি‌স্থি‌তি খারাপ হওয়ার কার‌ণে অাই‌সিইউ‌তে নেয়া হয়।কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর শারী‌রিক প‌রিস্থি‌তির অবন‌তি ঘটায় তাঁ‌কে হাসপাতালে নেয়া হয়েছিল।

RELATED ARTICLES

আরও

Recent Comments