Thursday, January 23, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিকমরেড মুবিনুল হায়দার চৌধুরী লাল সালাম!

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী লাল সালাম!

গভীর বেদনার সাথে জানাচ্ছি যে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও এই দেশের বামপন্থী আন্দোলনের এক অসাধারণ ব্যক্তিত্ব কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আজ ৬ জুলাই ২০২১, রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হবে। আগামী পরশু ৮ জুলাই ২০২১, তাঁর শেষ ইচ্ছা অনুসারে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগে তাঁর দেহ হস্তান্তর করা হবে। চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য তিনি তাঁর দেহ দান করে গেছেন। এর পূর্বে ওইদিন বেলা ১২টায় ঢাকা মেডিকেল চত্তরে শহীদ ডাঃ মিলনের সমাধিস্থলে বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।
বাসদ (মার্কসবাদী) তিনদিন ব্যাপি শোক পালনের কর্মসূচী নিয়েছে। সকল দলীয় কার্যালয়ে এই তিনদিন পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।
কমরেড মুবিনুল হায়দার চৌধুরী লাল সালাম!
RELATED ARTICLES

আরও

Recent Comments