বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে নেয়া হয়েছে। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে উচ্চমাত্রায় অক্সিজেন দেয়ার পরও তাঁর শরীরের অক্সিজেন স্যাচুরেশন ক্রমেই কমছিল। এ পর্যায়ে অাজ দুপুর ১২. ৩০ মিনিটে তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে নেয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিকিৎসকদের মতামত হলো তাঁর অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।
উল্লেখ্য, কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় তাঁকে হাসপাতালে নেয়া হয়েছিল।
গত ২৭ জুন সকালে তাঁর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মাস্কে অক্সিজেন দেওয়ার পরও রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকলে তাঁকে ২৮ জুন দুপুরে আইসিইউতে স্থানান্তর করা হয়। ২০লি/মিনিট অক্সিজেন সরবরাহেও অক্সিজেন স্যাচুরেশন ৮৪-৮৫র ওপরে না ওঠায় বর্তমানে তাঁকে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে উচ্চ মাত্রার অক্সিজেন দেয়া হচ্ছে। ফুসফুসে নিউমোনিয়ার কারণে তাঁর শ্বাসকষ্ট বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ায় তাঁকে রক্ত দেয়া হয়েছে। গত ২ মাস যাবত তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তাঁকে কিছুদিন পরপরই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কা জনক পর্যায়ে।