Wednesday, January 22, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদকিউবা বিপ্লবী আন্দোলনের নেতা ফিডেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ

কিউবা বিপ্লবী আন্দোলনের নেতা ফিডেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ

cyk38eavqaa9nx6-jpg-largeবাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা, ল্যাটিন আমেরিকার মুক্তি সংগ্রামের অনুপ্রেরণার উৎস, সারাবিশ্বের শোষিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠ, কিউবা বিপ্লবী আন্দোলনের নেতা ফিডেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ফিডেল কাস্ত্রোর শুধুমাত্র শারীরিক উপস্থিতিই সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছিল এবং সমগ্র ল্যাটিন আমেরিকা জুড়েই এর প্রভাব বিস্তৃত ছিল। আজ যখন বিশ্ব সমাজতান্ত্রিক শিবিরের পতনের সুযোগে সাম্রাজ্যবাদী আক্রমণ আরও তীব্র হয়েছে তখন সে আক্রমণকে মোকাবেলা করতে ফিডেল কাস্ত্রোর সংগ্রামী শিক্ষা কিউবার বিপ্লবী জনগণকে তথা সারাবিশ্বের শোষিত-মেহনতী মানুষকে পথ দেখাবে বলে আমরা বিশ্বাস করি।”

RELATED ARTICLES

আরও

Recent Comments