Monday, December 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদকিশোরগঞ্জের গোবিন্দপুরে বাসদ-এর মিছিলে হামলা : নিন্দা ও বিচার দাবি

কিশোরগঞ্জের গোবিন্দপুরে বাসদ-এর মিছিলে হামলা : নিন্দা ও বিচার দাবি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী এক বিবৃতিতে আজ ৭ মার্চ বিকাল ৫টায় কিশোরগঞ্জের হোসেনপুর থানার গোবিন্দপুর ইউনিয়নে বাসদ-এর মিছিলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হামলা ও নেতা-কর্মীদের আহত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার-বিচার দাবি করেছেন। সন্ত্রাসীদের হামলায় পার্টির জেলা কমিটির সদস্য আলাল মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট থানা কমিটির আহ্বায়ক সোহেল, আবুল কালাম, আলফাজসহ ৮ নেতা-কর্মী আহত হন। এদের মধ্যে আলাল মিয়া ও সোহেলকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, গোবিন্দপুরে দুঃস্থ ভাতা, বয়স্ক ভাতা কর্মসূচিতে অনিয়মসহ ইউপি চেয়ারম্যানের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বাসদ-এর নেতৃত্বে বেশ কিছু দিন ধরেই আন্দোলন চলছিল। এর ধারাবাহিকতায় ইউপি অফিসে জন্ম নিবন্ধন সার্টিফিকেটে সরকারি ফি ২০ টাকার স্থলে ১৫০ টাকা হারে ফি আদায় বন্ধের দাবিতে আজ বাসদ-এর মিছিলের কর্মসূচি ছিল। এত ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের নির্দেশে মিছিল চলাকালীন সময়ে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর সন্ত্রাসীরা স্থানীয় থানার আশে-পাশে অবস্থান নিয়ে আছে যাতে বাসদ নেতা-কর্মীরা অভিযোগ দায়ের করতে না পারে।

কমরেড শুভ্রাংশু চক্রবর্তী স্থানীয় প্রশাসনকে অবিলম্বে ঘটনা তদন্ত করে হামলাকারী সন্ত্রাসী ও হামলার নির্দেশদাতাকে গ্রেফতার করার দাবি জানান এবং ইউনিয়ন পরিষদে দুর্নীতিবাজ-সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments