Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদকিশোরগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সমাবেশ

কিশোরগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সমাবেশ

Kishoreganj (Chatra Front Procession)-29-08-15 copy
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যৌথ ভাবে সমাবেশ ও র‌্যালি করেছে। শুক্রবার ২৮ আগষ্ট ২০১৫ বিকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরের সমাবেশ স্থল থেকে একটি সুসজ্জিত র‌্যালি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। এরপর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি চন্দন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনি দীপা ভট্টাচার্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক সেঁজুতি চৌধুরী, জেলা বাসদ সংগঠক আলাল মিয়া, ছাত্র ফ্রন্টের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, হোসেনপুরের সংগঠক সোহেল প্রমুখ।

বক্তাগণ দেশব্যাপী সংঘটিত নারী নির্যাতন ও শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের নানা প্রান্তে দিনের পর দিন এ ধরনের নারকীয় ঘটনা ঘটে চলেছে। অথচ এর কোন সঠিক প্রতিকার হচ্ছে না। অনেক ক্ষেত্রে অপরাধীদের রক্ষা করতেও দেখা যায়। বক্তাগণ বলেন, কোন একটি নির্দিষ্ট এলাকায় এসব ঘটনা সংঘটিত হলেও এগুলি কেবল পারিবারিক কলহ বা নির্দিষ্ট একটি এলাকার সমস্যা নয়। বরং এগুলি ঘুণে ধরা পশ্চাদপদ সমাজ ব্যবস্থারই খণ্ডচিত্র এবং পার্শ্বপ্রতিক্রিয়া মাত্র। সমাজের বিবেকবান মানুষকে যেমন এসব অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, পাশাপাশি সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্য দিয়েই সমাজ থেকে এসব ব্যধি চিরতরে দূর করতে হবে।

সংবাদ সূত্র: মোস্তফা কামাল, দৈনিক সংবাদ

RELATED ARTICLES

আরও

Recent Comments