Tuesday, November 26, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদকোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দায়িত্বহীন ও অসঙ্গত

কোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দায়িত্বহীন ও অসঙ্গত

048f3118c4355fa0d523dfa2652e4c8f-5a925dfa1bdd2

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আজ এক বিবৃতিতে প্রধানমন্ত্রী কর্তৃক সরকারি চাকরিতে কোটা সম্পূর্ণ বাতিলের ঘোষণাকে দায়িত্বহীন ও বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই ঘোষণা কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বিতর্কিত করার প্রয়াস। আন্দোলনকারীদের সাথে সমাজের অন্যান্য অংশের বিরোধ সৃষ্টির উদ্দেশ্য এতে নিহিত রয়েছে।”  তিনি অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম পরিমাণ কোটা সংরক্ষণের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে একদিকে আন্দোলনের অযৌক্তিকতা তুলে ধরেন, অপরদিকে দাবি মেনে নেয়ার ঘোষণা দেন, যা স্ব-বিরোধিতাপূর্ণ। কোটা বাতিলের ঘোষণা দেশের বৈষম্যমূলক আর্থ-সামাজিক পরিস্থিতিতে আদিবাসী, নারী, প্রতিবন্ধীসহ অনগ্রসর জনগোষ্ঠীর ন্যায়সঙ্গত গণতান্ত্রিক অধিকার খর্ব করবে। তাদের স্বীকৃত অধিকার কেড়ে নিয়ে আরো বঞ্চনার দিকে ঠেলে দেবে।”

RELATED ARTICLES

আরও

Recent Comments