ক্ষেতমজুরদের সারা বছরের কাজ, আর্মিরেটে রেশন ও কৃষি ফসলের ন্যায্য মুল্য নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কৃষক ফ্রন্ট। ২৯ মার্চ ২০১৭ বুধবার দুপুরে শহরের ১নং রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে একটি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আহসানুল হাবীব সাঈদ, মনজুর আলম মিঠু, গোলাম সাদেক লেবু, মাহবুবার রহমান খোকা, বীরেন চন্দ্র শীল, নিতাই চন্দ্র বর্মণ প্রমুখ।
বক্তারা বলেন, বছরের তিন মাসের বেশী ক্ষেতমজুরদের হাতে কাজ থাকে না। বাকী নয় মাস কর্মহীন থাকায় দিনমজুরদের ধার-দেনার উপর নির্ভর করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়। ক্ষেতমজুরদের হাতে সারাবছর কাজ থাকলে তাদের অর্থাভাবে পড়তে হবে না। সেই সাথে বক্তারা কৃষকদের জন্য আর্মি রেটে রেশন ও কৃষি ফসলের ন্যায্য মুল্য নিশ্চিত করার দাবী জানান।