Thursday, January 9, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদখাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই

khasizahome_1-1সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের উপর ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সহসম্পাদক বদরুল আলমের নৃশংস হামলার তীব্র নিন্দা প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন। তাঁরা বলেন তনু, আফসানা, রিশা, নিতুর বিচার চেয়ে যখন সারাদেশের মানুষ আন্দোলন করছে ঠিক সেই সময়ে আবারও এক নির্মম ও নৃশংস ঘটনার জন্ম দিয়েছে ছাত্রলীগ নেতা বদরুল আলম। সারাদেশে আওয়ামীলীগ- ছাত্রলীগের নেতৃবৃন্দের বাধাহীন তান্ডব দেশের মানুষ আগেও দেখেছে। মায়ের পেটে শিশু সুমাইয়ার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মানুষের মনে ত্রাস সৃষ্টি করেছে। কিন্তু তাদের এহন আচরণে সরকার বরাবরই নিশ্চুপ থেকেছে। ফলে সমাজবিরোধীরা সমাজে তাদের ভিত শক্ত করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে বদরুল আলমসহ অতীতের সকল নারী শিশু নির্যাতনকারীদের বিচার করে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা দেশের সকল গণতান্ত্রিক সংস্কৃতিবান মানুষকে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments