গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের উদ্যোগে ২২ জানুয়ারি ২০১৯ দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন ও বাণিজ্য অনুষদ ঘুরে কলাভবন ক্যাফেটেরিয়ার সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা। উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে ডাকসু নির্বাচন বন্ধ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি নির্বাচনের জন্য ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ ও হল গুলোতে সহাবস্থান প্রয়োজন তা নেই। হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের একক দখলদারিত্ব। একটা ভয়ের পরিবেশ বিরাজমান। শিক্ষার্থীদের স্বাধীন মতামত প্রকাশের জায়গা নেই। এই অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এই পরিবেশে হল গুলোতে ভোট কেন্দ্র হলে শিক্ষার্থীরা ভয়-ভীতি মুক্ত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তাই নির্বাচনকে অর্থবহ ও আপেক্ষিক অর্থেও গ্রহণযোগ্য করতে হলে ভোট কেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর করতে হবে। অন্যথায় আশঙ্কা থাকে, জাতীয় সংসদ নির্বাচনের মতো ডাকসু নির্বাচনও একটি প্রহসনের নির্বাচনে পর্যবসিত হবে। একই সাথে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান নেতৃবৃন্দ।