Monday, December 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগাইবান্ধার সোনালী ব্যাংকের কামারজানি শাখা ঘেরাও

গাইবান্ধার সোনালী ব্যাংকের কামারজানি শাখা ঘেরাও

গাইবান্ধার সোনালী ব্যাংকের শাখা ঘেরাও

কৃষকদের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সহজশর্তে সুদমুক্ত ব্যাংক ঋণ প্রদানসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের দাবিতে গাইবান্ধায় সোনালী ব্যাংক লি: কামারজানি শাখা ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কামারজানী ইউনিয়ন শাখা এ কর্মসূচি পালন করে।

ঘেরাও কর্মসূচিতে বাসদের নেতাকর্মীরা ছাড়াও এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ নেতা গোলাম সাদেক লেবু, জাহেদুল হক, মাসুদ রানা ও স্থানীয় কৃষক রাজু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, কৃষি ও কৃষককে বাঁচাতে না পারলে দেশ ও জাতীকে বাঁচানো যাবে না। তাই অবিলম্বে কৃষি ও কৃষকের উন্নয়নে উন্নয়ন বাজেটের ৪০ভাগ কৃষিখাতে বরাদ্দসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

পরে ব্যাংকের ব্যবস্থাপক হাসান মাহমুদ কৃষকদের দাবী সমূহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments