কৃষকদের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সহজশর্তে সুদমুক্ত ব্যাংক ঋণ প্রদানসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের দাবিতে গাইবান্ধায় সোনালী ব্যাংক লি: কামারজানি শাখা ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কামারজানী ইউনিয়ন শাখা এ কর্মসূচি পালন করে।
ঘেরাও কর্মসূচিতে বাসদের নেতাকর্মীরা ছাড়াও এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, বাসদ নেতা গোলাম সাদেক লেবু, জাহেদুল হক, মাসুদ রানা ও স্থানীয় কৃষক রাজু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, কৃষি ও কৃষককে বাঁচাতে না পারলে দেশ ও জাতীকে বাঁচানো যাবে না। তাই অবিলম্বে কৃষি ও কৃষকের উন্নয়নে উন্নয়ন বাজেটের ৪০ভাগ কৃষিখাতে বরাদ্দসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পরে ব্যাংকের ব্যবস্থাপক হাসান মাহমুদ কৃষকদের দাবী সমূহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন।