Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় দোষী মালিকের গ্রেপ্তার-বিচার দাবি

গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় দোষী মালিকের গ্রেপ্তার-বিচার দাবি

samakal-fire_304818

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে গাজীপুরে পোশাক কারখানা মাল্টি ফেবস্ এর মেয়াদোত্তীর্ণ বয়লার বিস্ফোরণের ঘটনায় দোষী মালিকের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। এ মর্মান্তিক ঘটনাকে প্রাতিষ্ঠানিক হত্যাকান্ড হিসেবে আখ্যায়িত করে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী বলেন, মুনাফালোভী মালিক শ্রেণী মেহনতি শ্রমিকদের ন্যায্য মজুরি দূরে থাক, নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত করছে না। ফলে কারখানাগুলো এক একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে।

বিবৃতিতে কমরেড মুবিনুল হায়দার চৌধুরী নিহত শ্রমিকদের প্রত্যেকের জন্য ২৫ লাখ টাকা আহত প্রত্যেকের জন্য ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments