Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগুলিস্তানে হকার উচ্ছেদের নামে পুলিশ ও সরকারদলীয়দের হামলার নিন্দা

গুলিস্তানে হকার উচ্ছেদের নামে পুলিশ ও সরকারদলীয়দের হামলার নিন্দা

হকারদের পুনর্বাসন ও আইনসম্মত ব্যবসার সুযোগ দেয়ার দাবি

a7a8733

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আজ এক বিবৃতিতে গতকাল গুলিস্তানে হকারদের ওপর সরকারদলীয় নেতা-কর্মী, সিটি কর্পোরেশন কর্মচারী ও পুলিশের হামলা-নির্যাতনের নিন্দা জানিয়েছেন এবং বেআইনী অস্ত্রধারী হামলাকারী যাদের ছবি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “যথাযথ পুনর্বাসন ও আয়ের বিকল্প সংস্থান ছাড়া জোর করে হকার উচ্ছেদ অমানবিক। স্বল্প আয়ের শ্রমজীবী হকারদের ওপর নিপীড়ন সিটি কর্পোরেশন ও সরকারের দায়িত্বহীন মনোভাবের পরিচায়ক। হকারদের সাথে আলোচনা সাপেক্ষে জনসাধারণের অসুবিধা না ঘটিয়ে আইনসম্মতভাবে তাদের ব্যবসা পরিচালনার অয়োজন করে দেয়া সরকারের দায়িত্ব।”

RELATED ARTICLES

আরও

Recent Comments