Thursday, January 9, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগ্যাসের দাম ৬৬ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান

গ্যাসের দাম ৬৬ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান

downloadগ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধীতা করে বিবৃতি দিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ। গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী ও মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হেসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বাসদ (মাহবুব)-এর কেন্দ্রীয় নেতা ইয়াসিন মিঞা ও সন্তোষ গুপ্ত এক যুক্ত বিবৃতিতে বলেন, বছর না ঘুরতেই আবারো গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়বে। গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে সাথে গাড়ী ভাড়া, বাড়ী ভাড়া এবং চাল-ডাল-নূন তেলসহ অন্যান্য পণ্যের দাম নতুন করে বৃদ্ধি পাবে। এতে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের জীবনে চরম দুর্যোগ নেমে আসবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে এমনিতেই মানুষের দিশেহারা অবস্থা তার ওপর আবারো গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সংকটের তীব্রতা আরো বৃদ্ধি পাবে। উল্লেখ্য গত বছরের ২৭ আগস্ট গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছিল যা সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছিল।

নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে গ্যাসের মূল্য বৃদ্ধির চক্রান্ত থেকে সরে এসে জনগণ যে সমস্যা-সংকটের মধ্যে দিনাতিপাত করছে তা লাঘব করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments