Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

gaibandha010915
গ্যাস-বিদ্যুৎ মুল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার ১লা সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল এবং মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা পার্টির আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু। নেতৃবৃন্দ সরকারের গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করার, দাবী জানান। তারা বলেন আন্তর্জাতিক বাজারে যখন ক্রমাগত জ্বালানীর দাম কমছে, তখন বাংলাদেশে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপর, পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে। বক্তারা পেয়াজ মরিচ সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য স্থিতিশীল রাখতে কার্যকরী সরকারী উদ্যোগ দাবী করেন। তারা অবিলম্বে বন্যা দুর্গত মানুষদের মাঝে পর্যাপ্ত ত্রান সামগ্রী সরবরাহ, ক্ষতিগ্রস্থ কৃষকদের মাফূ পর্যাপ্ত ত্রান সামগ্রী সরবরাহ, ক্ষতিগ্রস্থ কৃষকদের উপযুক্ত ক্ষতিপুরণ সহ চারাবীজ সরবরাহের দাবী জানান।

নেতৃবৃন্দ ভোটার বিহীন প্রার্থী বিহীন প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের সকল গণ বিরোধী সিদ্ধান্ত ও পদক্ষেপের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments