Thursday, January 23, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদগ্রামীণ জনগনের জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং তা সুষ্ঠু বন্টনের দাবি

গ্রামীণ জনগনের জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং তা সুষ্ঠু বন্টনের দাবি

Hoshenpur
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগণের জন্য সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং তা সুষ্ঠ বন্টনের দাবিতে ১৯ মার্চ বেলা ১২টায় হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করার পূর্বে শহরের নতুন বাজার মোড় থেকে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ হোসেনপুর উপজেলা শাখার আহ্বায়ক আলাল মিয়া, বাসদ জেলা শাখার সদস্য চন্দন সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতা রবিন, সুমন, সোহেল প্রমুখ ।

বক্তারা বলেন দিনের পর দিন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ চরম দিশেহারা । একদিকে চড়াদামে সার-বীজ-কীটনাশকসহ কৃষি উপকরণ কিনতে হয়, অপরদিকে কৃষক ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। ভিজিডি, ভিজিএফ, টিআর, কাবিখা, কর্মসৃজন প্রকল্পসহ সরকারি যে সকল প্রকল্প রয়েছে তার অধিকাংশই ভুক্তভোগী দরিদ্র জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছোয় না । এছাড়া এই সরকারি বরাদ্দ পেতে দরিদ্র মানুষদের হয়রানির স্বীকার হয় এবং অবৈধভাবে ঘুষের লেনদেন হয়। বক্তারা এই সকল সরকারি বরাদ্দের সংখ্যা, পরিমান ও সময় বৃদ্ধি করে ঘুষ-দূর্নীতি, দলীয়করন অনিয়ম বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করায় আহ্বান জানান ।

RELATED ARTICLES

আরও

Recent Comments