Tuesday, December 24, 2024
Homeসাম্যবাদসাম্যবাদ চলতি সংখ্যাচা বাগানে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত

চা বাগানে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত

বিভাগীয় স্টেডিয়ামের দেয়াল ধ্স

ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়া ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শোক শোভাযাত্রা

DSC01339

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের দেয়াল ধসে ৩ জন নিহত হওয়ার প্রতিবাদে লাক্কাতুরা চা বাগানের শ্রমিকদের দেয়া ৩ দিনের আল্টিমেটামের আজ শেষ দিনে শ্রমিকরা বাগানে শোক শোভাযাত্রা করে। শোক শোভাযাত্রাটি হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে শুরু হয়ে পুরো বাগান প্রদক্ষিণ করে লাক্কাতুরা বাগানের অফিস হয়ে রেস্ট ক্যাম্প বাজার ঘুরে বাগানের শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা, চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার আহ্বায়ক বীরেন সিং, নিহত জাহেদ ও নাছিমা আক্তারের বাবা আজান আলী, নিহত রুহুল আমীনের মা নুরী আক্তার, লাক্কাতুরা চা বাগানের যুবকদের পক্ষ থেকে রাম বাহাদুর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্টেডিয়াম নির্মাণের সময় চরম অবহেলা করে নির্মাণকার্য সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান, ফলে সামান্য বৃষ্টিতেই ঘটেছে ভয়াবহ ধ্স। বিভিন্ন সময়ে প্রশাসনকে এ ব্যাপারে অবগত করা হলেও নেয়া হয়নি কার্যকর ব্যবস্থা। সরকার ও প্রশাসনের এই নির্লিপ্ত ভূমিকার কারণেই ঠিকাদারীর প্রতিষ্ঠানের ব্যাপক দুর্নীতির সুযোগ পেয়েছে। দেয়াল ধ্সের ঘটনায় প্রসাশন ৩ দিনের মধ্যে শ্রমিকদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো উপযুক্ত ব্যবস্থা নেয়নি। এমনকি জেলা প্রশাসক বাগান কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একদিনের মধ্যে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়ার পরও তা কার্যকর করা হয়নি এবং জড়িত ঠিকাদারী প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় নিয়ে আসেনি। বক্তারা এই ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে দুর্নীতিবাজ ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments