Tuesday, December 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদচা-বাগানে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় নির্মাণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

চা-বাগানে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় নির্মাণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

চা-শ্রমিকদের সন্তানদের শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
চা-শ্রমিকদের সন্তানদের শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

চা বাগানের শ্রমিকদের সন্তানদের শিক্ষার অধিকার বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে ‘চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ’। প্রত্যেক চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিন বাগানকে কেন্দ্র করে মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ, উচ্চশিক্ষা ক্ষেত্রে বাগান কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষাবৃত্তি চালু, সকল প্রকার শিক্ষাউপকরণ বিনামূল্যে সরবরাহ ও চা বাগানের ছাত্রদের জন্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে ‘বিশেষ কোটা’ চালুসহ ৫ দফা দাবিতে ‘চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের’ উদ্যোগে ২৭ এপ্রিল ’১৪ বিকাল ৪টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মালনীছড়া চা বাগানের ছাত্র অধীর বাউরি এবং পরিচালনা করেন রানা বাউরি। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, খাদিম চা বাগানের শিক্ষক বিকাশ রঞ্জন দাস, মালনীছড়া চা বাগানের ছাত্র শান্ত বাউরি, রানা বাউরি, লাক্কাতুরা চা বাগানের সম্পা রানী চাষা, বুরজান চা বাগানের তাপস নায়েক, মৃত্তিঙ্গা চা বাগানের রতন পাল, তারাপুর চা বাগানরে সঞ্জীব রায় প্রমুখ। সমাবেশে বক্তার বলেন, বাংলাদেশের সংবিধানের ১৭-এর ‘ক’ ধারা অনুযায়ি সবার জন্যে নির্দিষ্ট স্তর পর্যন্ত বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার কথা রাষ্ট্রের, কিন্তু চা বাগানগুলোতে যেন এর কোনো কার্যকারিতা নেই। সরকার ১৯৯০ সালে ঘোষণা করেছিল বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা অর্থাৎ ৫ম শ্রেণী পর্যন্ত, আর বর্তমান শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষা ধরা হয় ৮ম শ্রেণী পর্যন্ত। কিন্তু সারা দেশে মোট ১৬১টি চা বাগানের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্রা ১টি বাগানে। বাগানগুলোতে কর্তৃপক্ষের উদ্যোগে স্কুল চালু থাকলেও এখানে এক রুমে গাদাগাদি করে শুধু সময়েরই আপচয় হয়। ফলে স্বাভাবিকভাবেই শিক্ষার আলো থেকে বঞ্চিত এই চা জনগোষ্ঠী। আর শিক্ষার আলো থেকে বঞ্চিত করে বাস্তবে পশুর স্তরে ঠেলে দেয়া হচ্ছে চা-শ্রমিকদের সন্তানদের। আবার এত অসুবিধা সত্ত্বেও যে ক’জন মাধ্যমিক বা উচ্চশিক্ষা স্তরে আসতে পারে তারাও আর্থিক অসচ্ছলতার কারণে ঝরে পড়ছে, কারণ চা বাগানে শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র ৬৯ টাকা। সমাবেশ থেকে বক্তাগণ প্রত্যেক বাগানে প্রাথমিক বিদ্যালয় ও তিন বাগনকে কেন্দ্র করে মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ, চা-শ্রমিকের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ও ‘বিশেষ কোটা’ চালুসহ ৫দফা দাবি বাস্থবায়নের জন্যে সরকারের প্রতি দাবি জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments