Friday, December 27, 2024
Homeছাত্র ফ্রন্টছাত্রলীগের প্রবল দখলদারিত্ব ও ‘গেস্টরুম সংস্কৃতি’র কারণেই হাফিজুর মোল্লার মৃত্যু হয়েছে

ছাত্রলীগের প্রবল দখলদারিত্ব ও ‘গেস্টরুম সংস্কৃতি’র কারণেই হাফিজুর মোল্লার মৃত্যু হয়েছে

28d9dae592451807041c772ecf54d05d-Habijulঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাফিজুর মোল্লার মৃত্যুর পেছনে ক্ষমতাসীন সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের প্রবল দখলদারিত্ব ও গেস্টরুম সংস্কৃতিকে দায়ী বলে মনে করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার ও সাধারণ সম্পাদক সালমান সিদ্দিকী।
এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ তাদের দখলদারিত্ব-সন্ত্রাস-চাঁদাবাজি ইত্যাদি বজায় রাখার জন্য হলের প্রথম বর্ষের ছাত্রদের অমানবিকভাবে ব্যবহার করছে। একদিকে প্রশাসনের নির্বিকারত্ব, অন্যদিকে ছাত্রলীগের দখলদারিত্বে সাধারণ শিক্ষার্থীদের জিম্মিদশা। ফলে বিশ্ববিদ্যালয়ে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীদের গভীর রাত পর্যন্ত গেস্টরুমে আটকে রাখা, জোর করে মিছিলে নিয়ে যাওয়া ইত্যাদি প্রতিনিয়ত বেড়েই চলছে। হাফিজুর মোল্লা সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলো। তার অসুস্থতা সত্ত্বেও ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘন্টার পর ঘন্টা তাকে এই শীতের রাতে বাইরে থাকতে বাধ্য করেছে। আবার গণরুমের অস্বাস্থ্যকর পরিবেশের কারণেও তার অসুস্থতা বেড়েছে। এরকম অবস্থার পরও গত ২৬ জানুয়ারি রাতে প্রায় সাড়ে তিন ঘন্টা ঠান্ডার মধ্যে তাকে হলের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে, যার খবর বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে। এই অমানবিক ও নিষ্ঠুর কার্যকলাপের কারণেই হাফিজুরের মৃত্যু হয়েছে।’
নেতৃবৃন্দ হাফিজুর মোল্লার মৃত্যুর বিষয়ে এস.এম. হলের প্রাধ্যক্ষ গোলাম মোহাম্মদ ভূঁইয়ার দায়িত্বহীন বক্তব্যের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, ’বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। অথচ প্রশাসন ছাত্রদের আবাসন সংকট দূর না করে সন্ত্রাসী-দখলদারদের হাতেই ছাত্রদের ঠেলে দিচ্ছে। হাফিজুরের মৃত্যুর কারণ যে দখলদারিত্বের পরিবেশ, তাকেও হল প্রাধ্যক্ষ অস্বীকার করেছেন। হলের অব্যবস্থাপনার জন্য একজন ছাত্রের মূল্যবান জীবন চলে গেলেও হল প্রশাসন সম্পূর্ণ নির্বিকার। এই নির্বিকারত্ব ভবিষ্যতে আরও অসংখ্য মর্মান্তিক ঘটনার জন্ম দিতে পারে।’
নেতৃবৃন্দ অবিলম্বে হাফিজুর মোল্লার মৃত্যুর জন্য দায়ী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেন। তাঁরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান জানান।
RELATED ARTICLES

আরও

Recent Comments