বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস এক যুক্ত বিবৃতিতে গত ২ জুলাই শহীদ মিনার প্রাঙ্গনে কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসুচিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আন্দোলন বানচাল করার চেষ্টার মধ্য দিয়ে সরকারের চরম ফ্যাসিবাদী আচরণ জনগণের সামনে উন্মোচিত হয়েছে। একদিকে পুলিশ আর একদিকে নিজেদের ছাত্র সংগঠনের কর্মীদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে কাজে লাগিয়ে সরকার যতই ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার চেষ্টা করুক না কেন জনগণের সম্মিলিত আন্দোলন প্রতিরোধ গড়ে তুলবেই।”
নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারকৃত আন্দোলনকারী ছাত্রদের অবিলম্বে মুক্তি দাবি জানান।