Wednesday, January 1, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদছাত্র মিছিলে পুলিশি হামলা, গ্রেফতার ও নির্যাতনের নিন্দা জানিয়েছে বাসদ (মার্কসবাদী)

ছাত্র মিছিলে পুলিশি হামলা, গ্রেফতার ও নির্যাতনের নিন্দা জানিয়েছে বাসদ (মার্কসবাদী)

SPMB_logo_1বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী)- এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে মেডিক্যাল শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিলে বর্বরোচিত পুলিশি হামলা, গ্রেফতার ও থানায় দরজা জানালা বন্ধ করে গ্রেফতারকৃত ছাত্র নেতৃবৃন্দের উপর শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি ছাত্রদের ন্যয়সঙ্গত প্রতিবাদী মিছিলের উপর শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি, গ্রেফতারকৃত ছাত্র নেতৃবৃন্দকে থানা হেফাজতে দরজা-জানালা বন্ধ করে সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ যে সংঘবদ্ধ বর্বরোচিত হামলা পরিচালনা করেছে তা ফ্যাসিবাদী সরকারের ক্রীড়নক হিসেবে পুলিশের ঘৃণ্য নির্যাতক মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। এ ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি সহ সর্বস্তরের প্রতিরোধ আন্দোলন গড়ে তলতে হবে।

বিবৃতিতে তিনি অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্র নেতৃবৃন্দের মুক্তি দাবি এবং হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments