Tuesday, December 24, 2024
Homeছাত্র ফ্রন্টজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

অভ্যন্তরীণ আয়ের নামে নাইটকোর্স, ফি বৃদ্ধি বন্ধ সহ আবাসিক হল নির্মাণে সময়ক্ষেপণ  করা চলবে না

ssf_260815
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ ২৬ আগষ্ট,২০১৫ বুধবার বেলা ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয় ভাস্কর্য চত্বরে ছাত্র সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ আয়ের নামে নাইটকোর্স, ফি বৃদ্ধি বন্ধ সহ আবাসিক হল নির্মাণে সময়ক্ষেপণ না করার দাবিতে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জবি শাখার সভাপতি মাসুদ রানা, পরিচালনা করেন সংগঠনের জবি শাখার অর্থ সম্পাদক তিথি চক্রবর্তী। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ¯েœহাদ্রী চক্রবর্তী রিন্টু এবং জবি শাখার সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার সরকার, প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক কৃষ্ণ বর্মন।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘোষিত হয়েছে। এ বাজেটের বেশিরভাগ ব্যয় হবে বেতনভাতা, পেনশন, রক্ষণাবেক্ষণ বাবদ। হাজারো সংকটে জর্জরিত এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দীর্ঘদিনের দাবি আবাসিক হল নির্মাণে বিশেষ কোনো বরাদ্দ নেই। শিক্ষা গবেষণা ও ছাত্র কল্যাণে সরকারি কোন বরাদ্দ নেই। এসব খাতের উৎস হচ্ছে অভ্যন্তরীণ আয়। অভ্যন্তরীণ আয় বৃদ্ধি মানেই বাড়বে ছাত্র বেতন ফি, বিভাগগুলোতে চালু করা হবে বাণিজ্যিকভাবে সান্ধ্যকালীন কোর্স।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বাজেট পরবর্তী সময়ে ৪ টি প্রশ্নের ভিত্তিতে চালানো ছাত্রদের মতামতের ফলাফল তুলে ধরা হয়। প্রশ্নগুলো হলঃ- বিশ্ববিদ্যালয়ের বাজেট পর্যাপ্ত কিনা? অভ্যন্তরীণ আয়ের ফলাফল কি হবে বলে মনে করেন? বাণিজ্যিক সান্ধ্যকালীন কোর্স বিশ্ববিদ্যালয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা? গবেষণা খাতে বরাদ্দ যা হচ্ছে তাতে কতটুকু গবেষণা সসম্ভব ? প্রথম প্রশ্নে শতভাগ শিক্ষার্থীর মতামত এসেছে বাজেট পর্যাপ্ত নয়। দ্বিতীয় প্রশ্নে শতভাগ শিক্ষার্থী মনে করে এর ফলে বাড়বে ছাত্র বেতন ফি। সান্ধ্যকালীন কোর্সের পক্ষে মত দিয়েছে শতকরা ৭.৭৫%, বাণিজ্যিকভাবে নয় তবে সান্ধ্যকালীন কোর্স চালু হতে পারে মত দিয়েছে ৪.৫%, মতামত দেয় নি ৪.২০%, নাইটকোর্সের বিপক্ষে মত দিয়েছে ৮৩.৫৫%।
সমাবেশে নেতৃবৃন্দ আবাসিক হল নির্মাণে বিশেষ বরাদ্দ দেয়া, অভ্যন্তরীণ আয়ের নামে ছাত্র বেতন ফি বৃদ্ধি বন্ধ , বাণিজ্যিকভাবে সান্ধ্যকালীন কোর্স চালু বন্ধ করা সহ শিক্ষা গবেষণায় বাজেটে বাড়ানোর দাবিতে সবাইকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

RELATED ARTICLES

আরও

Recent Comments