Sunday, November 24, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদজনজীবনের সংকট নিরসন ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে সমাবেশ

জনজীবনের সংকট নিরসন ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে সমাবেশ

28071105_2044684755778018_4220535372221760171_o 

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জনজীবনের সংকট নিরসন ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয়ভাবে ঘোষিতদাবি পক্ষের কর্মসূচীর শেষ দিনে ১৯ ফেব্রুয়ারি ২০১৮ বিকেল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড মানস নন্দী, কমরেড ফখরুদ্দিন কবির আতিক ও কমরেড সাইফুজ্জামান সাকন।

27798007_2044684769111350_4305165805596250027_oসমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকারের গণবিরোধী নীতি, দুঃশাসন, দলীয়করন, দখলদারিত্ব, লুটপাট দূর্নীতিতেজনজীবন বিপর্যস্থ। গ্যাস-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের সীমাহীন মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন-জীবিকা দুর্দশারকবলে নিপতীত এ অবস্থার বিরুদ্ধে সামান্য বিরোধীতা পর্যন্ত দমন পীড়নের মধ্যে দিয়ে স্তব্ধ করার জন্য নানামূখী চক্রান্তচলছে। গুম, খুন, ধর্ষণ ও অপহরণের ঘটনার কোন প্রকার বিচারের ব্যবস্থা না নিয়ে জনগণের মধ্যে ভীতি সন্ত্রাস ছড়িয়ে দিয়ে নিরাপত্তাহীনতার পরিস্থিতি কায়েম করা হয়েছে। এই অবস্থায় দলীয় স্বার্থে অনুকুল পরিস্থিতি তৈরী করে প্রতিদ্বন্দ্বিতাহীন একতরফা নির্বাচন আয়োজনের চক্রান্ত চলছে। ক্রমাগত ফ্যাসিবাদী শাসন পাকাপোক্ত করার এ হীন প্রচেষ্টার বিরুদ্ধে বামগণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।

RELATED ARTICLES

আরও

Recent Comments