Friday, January 10, 2025
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদজননেতা সিদ্দিকুর রহমানের মৃত্যুতে বাম মোর্চার নেতৃবৃন্দের শোক প্রকাশ

জননেতা সিদ্দিকুর রহমানের মৃত্যুতে বাম মোর্চার নেতৃবৃন্দের শোক প্রকাশ

sidikaচিকিৎসাধীন অবস্থায় শ্রমিক-কৃষক সমাজবাদী দলের ফার্স্ট সেক্রেটারি কমরেড সিদ্দিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাকুল পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাম মোর্চার নেতৃবৃন্দ।

গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, সাইফুল হক, মোশারফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, মাঈনউদ্দিন চৌধুরী লিটন এক যুক্ত বিবৃতিতে বলেন কমরেড সিদ্দিকুর রহমান ছিলেন বাম গণতান্ত্রিক আন্দোলনের একনিষ্ঠ মানুষ, তিনি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। শোষণমুক্ত ও অসাম্প্রাদায়িক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি দেখতেন তা বাস্তবায়নে গণতান্ত্রিক বাম মোর্চা তার লড়াই সংগ্রাম আরো বেগবান করবে।

উল্লেখ্য, বাম মোর্চার নেতা কমরেড সিদ্দিকুর রহমান দীর্ঘ দিন ধরে ফুসফুস কিডনি ও জটিল রক্ত রোগে ভুগছিলেন।

RELATED ARTICLES

আরও

Recent Comments