Saturday, November 23, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদজাতীয় বাজেটে ২৫ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

জাতীয় বাজেটে ২৫ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

IMG_20190521_123144 copy 2

শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দসহ সিলেটের শিক্ষা সংকট নিয়ে ৮ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা । ২১ মে সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে অনুিষ্ঠত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিমের পরিচালনায় বক্তব্য রাখেন নগর শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, মদনমোহন কলেজ শাখার সংগঠক পলাশ কান্ত দাশ, এমসি কলেজ শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশ তীব্র শিক্ষা সংকট চলছে। প্রতিটি আন্দোলনেই শিক্ষা খাতে বরাদ্দ নেই এই অজুহাত বারবার সামনে আনা হয়। অথচ স্বাধীনতা পরবর্তী সময়ে কোন সরকারই শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি। ফলে সারাদেশেই সরকারী শিক্ষা প্রতিষ্ঠান বাড়েনি,বেড়েছে শিক্ষার বেসরকারিকরণ। সরকার শিক্ষাক্ষেত্রকে বাণিজ্যিকীকরণের ফলে এমনটি ঘটছে। এমনকি সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে বাণিজ্য অনুষদ নেই ,মদন মোহনে নেই বিজ্ঞান অনুষদ,সিলেটের প্রতিটি ক্যাম্পাসে প্রবল শিক্ষক, ক্লাসরুম ,আবাসনসহ অসংখ্য সংকটে জর্জরিত। এই অবস্থায় শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিটি খুবই যৌক্তিক। সমাবেশে বক্তারা শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দসহ ৮ দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।

সমাবেশ শেষে একটি সুসজ্জিত মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে সমবেত হয়। মিছিল শেষে নগর শাখার একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন । স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসকের উপ-সচিব সন্দ্বীপ কুমার সিংহ ।

RELATED ARTICLES

আরও

Recent Comments