Wednesday, December 25, 2024
Homeসংবাদ ও প্রেস বিজ্ঞপ্তিপার্টি ও সংগঠন সংবাদজাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বাসদ (মার্কসবাদী)'র শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বাসদ (মার্কসবাদী)'র শ্রদ্ধা নিবেদন

IMG_20151216_195702

১৬ ডিসেম্বর ২০১৫ বেলা ১২টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির পক্ষে কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, কমরেড মানস নন্দী, কমরেড মঞ্জুরা নীলা ও কমরেড ফখরুদ্দিন কবির আতিকের নেতৃত্বে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ২৪ বছরের প্রায় উপনিবেশিক শোষণের জোয়াল ভেঙ্গে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও আড়াই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশ রাষ্ট্র। মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের সাধারাণ মানুষ যে শোষণমুক্ত ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আজ তা কেবল স্লোগানে পরিণত হয়েছে। বিজয়ে পর বাংলাদেশের বুর্জোয়া শ্রেণী এদেশের শাসন ক্ষমতা করায়ত্ত করে সাধারণ মানুষের উপর শোষণ নির্যাতন বহাল রেখেছে। এই শোষণের মাধ্যমে মুষ্টিমেয় বুর্জোয়া শ্রেণী সম্পদের পাহাড় গড়ে তুলেছে। বর্তমানের এই অবস্থা মুক্তিযুদ্ধের বিজয়কেই ম্লান করে দিয়েছে। তাই আজ মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের চেতনায় শোষণমুক্ত ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে হবে।

RELATED ARTICLES

আরও

Recent Comments